ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে৷ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নগরী গ্রামে।
আরও পড়ুন: আজ কি আরও কমল সোনার দাম ? দেখে নিন কলকাতায় কত হল
আহত গৃহবধুর নাম পিঙ্কি মন্ডল৷ সূত্রের খবর, তিনি বুধবার নিজের বাড়িতে বিড়ি বাঁধছিলো। পিঙ্কি জানিয়েছেন, ‘‘আমি যখন বিড়ি বাঁধছিলাম, প্রতিবেশী যুবক জানালা থেকে আমার উপর গুটকার পিক ফেলে৷ আমি তখন তার প্রতিবাদ করি৷ তারপরই আমাকে সে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে ও কান ছিঁড়ে দেয়।’’
advertisement
আরও পড়ুন: ফের কলকাতায় ভয়ঙ্কর আগুন, জ্বলছে লর্ডসের মোড়ের সন্ধ্যাবাজার! ১৬ ইঞ্জিনেও নেভানো যাচ্ছে না
গৃহবধূর চিৎকার শুনে পার্শ্ববর্তী বাসিন্দারা ছুটে এসে গৃহবধূকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার দুই দিন পর ফারাক্কা থানায় গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।