Kolkata Fire: ফের কলকাতায় ভয়ঙ্কর আগুন, জ্বলছে লর্ডসের মোড়ের সন্ধ্যাবাজার! ১৬ ইঞ্জিনেও নেভানো যাচ্ছে না

Last Updated:

Kolkata Fire: লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে সন্ধ্যা বাজার। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ১৬ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। 

লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতাঃ দুপুর গড়াতেই লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের লর্ডসের মোড় সংলগ্ন সন্ধ্যাবাজার। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৬ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।
দমকলের তরফে জানা গিয়েছে, সন্ধ্যাবাজারের পাশেই রয়েছে ঝুপড়ি এলাকা। ফলে আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়ি এলাকায়। অত্যন্ত ঘিঞ্জি এবং ঘনজনবসতিপূর্ণ  হওয়ায় কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকলকর্মীদের। যদিও আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুনঃ সামান্য গরমেও অতিরিক্ত ঘামেন? কোন কোন মারণ রোগ বাসা বাঁধতে পারে শরীরে? সাবধান করছেন চিকিৎসকরা
বুধবার বেলা গড়াতেই আগুন লাগে এই বাজারে। ঘটনার কথা চাউর হতেই খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ধীরে ধীরে বাড়ান হয় ইঞ্জিনের সংখ্যা। একে একে এই মুহূর্তে দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। কিন্তু কীভাবে আগুন লাগল বাজারে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Fire: ফের কলকাতায় ভয়ঙ্কর আগুন, জ্বলছে লর্ডসের মোড়ের সন্ধ্যাবাজার! ১৬ ইঞ্জিনেও নেভানো যাচ্ছে না
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement