TRENDING:

Crispy Shingara: মাত্র ৫ টাকায় মুচমুচে সুস্বাদু শিঙাড়া! কামড় দিলেই চরম সুস্বাদু! রোজ ৫০০-৭০০ টি শিঙাড়া তৈরি করেন দম্পতি

Last Updated:

Crispy Shingara:শিঙাড়া তৈরি করা থেকে ভাজা, সবটা একা হাতে করেন এই দম্পতি। এমনকি প্রতিদিন যে শিঙাড়া তাঁরা ভেজে থাকেন, তা বাসি তেল নয় বরং টাটকা তেলে ভাজেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনন্যা দে, আলিপুরদুয়ার: জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় তেলেভাজার দোকান পাওয়া দুষ্কর। বিকেল হলে চায়ের সঙ্গে স্ন্যাক্স খেতে চাইলে ভরসা মিঠু দাসের শিঙাড়ার দোকান।এখানে মেলে ৫ টাকার শিঙাড়া। যা খেতে সুস্বাদু হয়।
advertisement

একটু বিকেল গড়ালেই দেখা যায় পর্যটকদের ভিড় এই দোকানের সামনে। আকারে ছোট হলেও এই শিঙাড়ার চাহিদা প্রচুর। প্রতিদিন প্রায় ৫০০-৭০০ টি শিঙাড়া তৈরি করতে হয় মিঠু দাস ও তাঁর স্বামীকে। এই দোকানে তাঁরা কোনও কারিগর রাখেন না। শিঙাড়া তৈরি করা থেকে ভাজা, সবটা একা হাতে করেন এই দম্পতি। এমনকি প্রতিদিন যে শিঙাড়া তাঁরা ভেজে থাকেন, তা বাসি তেল নয় বরং টাটকা তেলে ভাজেন। বেড়াতে এসে পর্যটকদের যাতে শরীর ও স্বাস্থ্য ঠিক থাকে সেদিকে নজর দেন মিঠু দাস।

advertisement

আরও পড়ুন : কাঁচা না পাকা? কুমড়ো কি ব্লাড সুগারে খাবেন? এটা খেলে ডায়াবেটিস বাড়বে চড়চড়িয়ে? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই বিষয়ে তিনি জানান,”পর্যটকদের স্বাস্থ্যের বিষয়ে নজর রেখে শিঙাড়া তৈরি করি।অনেকটা পরিশ্রম হয়, কিন্তু সব বিক্রি হয়ে হয়ে যায় প্রতিদিন। যা দেখে আমাদের কাজ করার আগ্রহ বাড়ে।” শীতের দিনে তেলেভাজার প্রতি ভালবাসা থাকে কমবেশি সকলেরই। শীতের বিকেলে চায়ের সঙ্গে তেলেভাজা খেতেই মন চায় খাদ্যরসিকদের।বেড়াতে এসে যদি মেলে ৫ টাকার সুস্বাদু শিঙাড়ার স্বাদ, তাহলে মন খুশি হয়ে যায় যে কোনও পর্যটকের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crispy Shingara: মাত্র ৫ টাকায় মুচমুচে সুস্বাদু শিঙাড়া! কামড় দিলেই চরম সুস্বাদু! রোজ ৫০০-৭০০ টি শিঙাড়া তৈরি করেন দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল