TRENDING:

TMC News: জেলায়, জেলায় বড়সড় রদবদল, সাংগঠনিক পদে তৃণমূল আনল একাধিক বদল

Last Updated:

TMC পার্টির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল৷ একাধিক জেলার চেয়ারপার্সনের বদল হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: TMC পার্টির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল৷ একাধিক জেলার চেয়ারপার্সনের বদল হল৷ আলিপুরদুয়ার নয়া চেয়ারপার্সন হলেন গঙ্গাপ্রসাদ শর্মা। দায়িত্বে ছিলেন মৃদুল গোস্বামী৷ তাকে রাজ্য সম্পাদক করা হল। দক্ষিণ দিনাজপুর চেয়ারপার্সন ও সভাপতি উভয়েই বদল।
তৃণমূলে বড়সড় রদবদল
তৃণমূলে বড়সড় রদবদল
advertisement

বহরমপুর সাংগঠনিক জেলার চেয়ারপার্সন হলেন রবিউল আলম চৌধুরী।

কৃষ্ণনগর জেলার চেয়ারপার্সন বদল৷ নয়া দায়িত্বে রুকবানুর রহমান।

রাণাঘাট সাংগঠনিক জেলার চেয়ারপার্সন বদল। বারাসাত জেলার চেয়ারপার্সন বদল। জ্যোতিপ্রিয় মল্লিকের সাংগঠনিক জেলা।

আরও পড়ুন –

হুগলি-আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারপার্সন বদল। তমলুকের দুটো পদেই বদল। কাঁথির চেয়ারপার্সন হয়েছে তরুণ মাইতি৷ তাকে সভাপতি পদ থেকে সরানো হল৷ নয়া সভাপতি পীযূষ কান্তি পন্ডা। ঘাটালে চেয়ারপার্সন হলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। বাঁকুড়ার দুই পদেই বদল। বিষ্ণুপুর নয়া সভাপতি৷ আগের সভাপতিকে চেয়ারপার্সন করা হল। পূর্ব বর্ধমানের চেয়ারপার্সন বদল।

advertisement

এদিকে এছাড়াও অনুব্রততেই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের আসন ফাঁকা রাখল তৃণমূল কংগ্রেস। অন্য কাউকেই জেলা সভাপতির দায়িত্ব কাউকে দেওয়া হল না। জেলা চেয়ারপার্সন দায়িত্ব দেওয়া হল আশিষ বন্দোপাধ্যায়কে। তবে জেলা সভাপতির দায়িত্ব সামলাবে জেলার কোর কমিটি।

অন্যদিকে কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা সভাপতি হলেন মহুয়া মৈত্র। বহরমপুর সাংগঠনিক জেলার দায়িত্ব থেকে সরানো হল শাওনী সিংহ রায়কে। এখানেই বারবার হুমায়ুন বনাম শাওনী লড়াই প্রকাশ্যে এসেছিল। সম্ভবত তার জেরেই নেওয়া হল বড় সিদ্ধান্ত।

advertisement

মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা থেকে সরলেন কানাইচন্দ্র মণ্ডল। নতুন দায়িত্বে এলেন জাকির হুসেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হলেন হাজি নুরুল ইসলাম। এখানে সভাপতি ছিলেন সরোজ বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার করা হল সাংগঠনিক জেলা চেয়ারপার্সন।

পাশাপাশি তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি সৌমেন মহাপাত্রকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অসিত বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে দলের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে চিত্তরঞ্জন মাইতিকে। অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি তরুণ মাইতিকে সরিয়ে জেলার চেয়ারম্যান পদে বসানো হয়েছে। সেই সঙ্গে জেলার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পীযুষ কান্তি পণ্ডাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Abir Ghosal

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
TMC News: জেলায়, জেলায় বড়সড় রদবদল, সাংগঠনিক পদে তৃণমূল আনল একাধিক বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল