TRENDING:

Robbery: এক রাতে এলাকার সাত মন্দির ও তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকার সোনাদানা হাওয়া, অথৈ জলে নিরাপত্তা

Last Updated:

Jalpaiguri Robbery: এক রাতে সাত মন্দির ও তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় সোমবার রাতে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে চোরের দল। লক্ষ লক্ষ টাকার সোনাদানা খোয়া দিয়েছে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর: এক রাতে সাত মন্দির ও তিনটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর, উত্তর পাড়া,পাঙ্গা সাহেব বাড়ি এলাকায়। পর পর সাতটি মন্দির ও একের পর এক বাড়িতে হানা দেয় চোরের দল।
এক রাতে সাত মন্দির ও তিনটি বাড়িতে চুরি
এক রাতে সাত মন্দির ও তিনটি বাড়িতে চুরি
advertisement

সোমবার রাতে একটি বারোয়ারি মন্দিরেও চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে সোনা ও রূপোর অলঙ্কার লুট করেছে চোরের দল। মঙ্গলবার সকালে মন্দিরের নিত্য পুজোর পুরোহিত এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি হাঁকডাক শুরু করেন। মায়ের মাথার সোনা বাঁধানো রুপোর মুকুট, ২টো মঙ্গলসূত্র, কানের ঝুমকো দুল খোয়া গিয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষেরও বেশি।

advertisement

আরও পড়ুনঃ সব লুকোচুরি শেষ, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য! মালদহ পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’

আশেপাশের এরম প্রায় ৬টি মন্দির থেকে চুরি হয়েছে এদিন রাতে। বাড়ির মন্দির হোক কিংবা বারোয়ারি মন্দির, বাদ যায়নি কোনটাই। রাত নামতেই সন্তর্পণে চোরের আগমন হয়েছে। সকাল হতেই একের পর এক চুরির ঘটনা সামনে এসেছে।

advertisement

ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। দলবেঁধে চোরেরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলেই পুলিশের অনুমান। পর পর চুরির ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না এলাকাবাসী। এই বুঝি চোরের দল হানা দিল। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

আরও পড়ুনঃ চলন্ত সাইকেল থেকে পড়ে নিমেষে শেষ তরুণ তাজা প্রাণ! হঠাৎ হল টা কী? মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আরও কাছে এল ঘূর্ণিঝড় 'মন্থা', উত্তাল দিঘার সমুদ্র সৈকত, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং
আরও দেখুন

প্রশাসনের কাছে বাসিন্দারা অনুরোধ জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। পরের চুরি কার বাড়িতে হবে তা নিয়েই এখন মহা দুশ্চিন্তায় গ্রামের লোকজন।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Robbery: এক রাতে এলাকার সাত মন্দির ও তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি! লক্ষ লক্ষ টাকার সোনাদানা হাওয়া, অথৈ জলে নিরাপত্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল