সোমবার রাতে একটি বারোয়ারি মন্দিরেও চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে সোনা ও রূপোর অলঙ্কার লুট করেছে চোরের দল। মঙ্গলবার সকালে মন্দিরের নিত্য পুজোর পুরোহিত এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি হাঁকডাক শুরু করেন। মায়ের মাথার সোনা বাঁধানো রুপোর মুকুট, ২টো মঙ্গলসূত্র, কানের ঝুমকো দুল খোয়া গিয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষেরও বেশি।
advertisement
আশেপাশের এরম প্রায় ৬টি মন্দির থেকে চুরি হয়েছে এদিন রাতে। বাড়ির মন্দির হোক কিংবা বারোয়ারি মন্দির, বাদ যায়নি কোনটাই। রাত নামতেই সন্তর্পণে চোরের আগমন হয়েছে। সকাল হতেই একের পর এক চুরির ঘটনা সামনে এসেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। দলবেঁধে চোরেরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলেই পুলিশের অনুমান। পর পর চুরির ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না এলাকাবাসী। এই বুঝি চোরের দল হানা দিল। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
আরও পড়ুনঃ চলন্ত সাইকেল থেকে পড়ে নিমেষে শেষ তরুণ তাজা প্রাণ! হঠাৎ হল টা কী? মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার
প্রশাসনের কাছে বাসিন্দারা অনুরোধ জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। পরের চুরি কার বাড়িতে হবে তা নিয়েই এখন মহা দুশ্চিন্তায় গ্রামের লোকজন।
