স্থানীয় সূত্রের খবর, সকালের সাফারিতে পর্যটকদের তাড়া করে একটি গন্ডার। সাফারি গাড়ি পিছিয়ে রক্ষা পেয়েছেন পর্যটকেরা। বছরের প্রথম রবিবার জঙ্গলে সাফারিতে গিয়ে গন্ডারের তাড়া খেয়ে পর্যটকদের আতঙ্ক বেশ বেড়েছে।
এদিকে জঙ্গলের নিরাপত্তায় আরো একধাপ এগিয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলে বুনো জন্তুর হালহকিকত জানতে ২১০ টি আধুনিক ডবল সাইডেড ভিউ ট্র্যাপ ক্যামেরা বসালো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এই ট্র্যাপ ক্যামেরাগুলো ইনফ্রা রেড ও হোয়াইট ফ্ল্যাশ যুক্ত ট্র্যাপ ক্যামেরা। হোয়াইট ফ্ল্যাশের মাধ্যমে কম আলোতেও বন্য প্রাণীদের রঙিন ছবি তুলে ফেলতে সক্ষম হয় এই সব ক্যামেরা। আবার ইনফ্রা রেড ফ্ল্যাশের মাধ্যমে কম আলোতেও রাতের বেলা একেবারে ঝকঝকে ছবি তোলে এই ক্যামেরা। ভিডিও ও স্টিল দুই ধরনের ছবি তুলতেই সক্ষম এই সব ক্যামেরা। ২১৬ বর্গ কিলোমিটার জলদাপাড়া জাতীয় উদ্যানে ২১০ টি এই জাতীয় ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরাগুলো এমন জায়গায় বসানো হয়েছে যাতে ছোট থেকে বড় সব ধরনের বুনো জন্তুর ছবি ক্যামেরা বন্দি হয়।
advertisement
