উল্লেখ্য সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। চার লেনের এই জাতীয় সড়ক নির্মাণ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা নির্মাণের কারণে এই স্কুল বিল্ডিং ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনার পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তারা কোন মন্তব্য করছেন না।
advertisement
স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, ” আমাদের কোনও নোটিশ না দিয়েই এদিন সন্ধ্যার আগে স্কুল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্কুলের জিনিস পত্র লুটপাট হচ্ছে। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লুটপাট বন্ধ করে। সোমবার থেকে ছাত্র ছাত্রীদের কোথায় পড়াবো তাই নিয়ে দু:শ্চিন্তায় আছি। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”
এদিকে আজও স্কুল চত্ত্বরে কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এস এস সি পরীক্ষা থাকায় পুলিশের আবেদনে পথ অবরোধ আন্দোলন থেকে পিছিয়ে এসেছেন স্থানীয়রা। সোমবার কোথায় স্কুল বসবে তাই নিয়ে দু:শ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। জরুরী বৈঠকে প্রশাসন। মুখে কুলুপ জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
আগামীকাল সোমবার স্কুল খুলবে। স্কুল কোথায় হবে তাই নিয়ে দু:শ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।
বিনা নোটিশে এভাবে স্কুল ভেঙ্গে দেওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও প্রাক্তন পড়ুয়ারা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষা দফতর। কীভাবে সমস্যার সনাধান করা যায় তাই নিয়ে ভাবছেন তারা।