পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল (১৬)। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার চাকলাঘাটে। জানা গিয়েছে, গত এক সপ্তাহ আগে মালদহের ভুতনি থানার নীলকন্ঠ গ্রামে ঘুরতে আসে।
আরও পড়ুনঃ বালিশ জড়িয়ে ঘুমের অভ্যাস! আজই ছাড়ুন…নচেৎ শরীরে দেখা দিতে পারে ভয়ঙ্কর এই সমস্যা
এ দিন জামাইবাবুর বাইকে করে বাড়ি ফিরছিল। দিদিও ছিল। সন্ধ্যা নাগাদ সামসি রেল গেটের কাছে পৌঁছয় তারা। রেলগেট পড়ে থাকায় জামাইবাবু বাইক দাঁড় করায়। সেই সময় বাসন্তী মণ্ডলের প্রস্রাব পায়। বাইক থেকে নেমে দিদিকে সঙ্গে নিয়ে রেললাইনের ধারে কিছুটা দূরে প্রস্রাব করতে যায়। ঠিক সেই সময়ে ডাউন বন্দে ভারত এক্সপ্রেস ছুটে আসছিল। হঠাৎ দ্রুত গতিতে ট্রেন ছুটে আসায় হতভম্ব হয়ে পড়ে দশম শ্রেণীর ওই ছাত্রী। কী করবে কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে।
advertisement
ট্রেন চলে যেতেই দিদি জামাইবাবু ছুটে গিয়ে দেখে তার ছিন্ন-বিচ্ছিন্ন দেহ রেললাইনের ধারে পড়ে রয়েছে। মৃত স্কুল ছাত্রীর জামাইবাবু পাণ্ডব মণ্ডল বলেন, আমার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। সামসি রেল গেটের কাছে আমার শ্যালিকা প্রস্রাব করার জন্য বাইক থেকে নামে। হঠাৎ দ্রুতগতিতে ট্রেন চলে আসায় পালাতে পারেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। পুলিশ এসে পড়ে মৃতদেহটি উদ্ধার করেছে। আমি শ্বশুর বাড়িতে খবর জানিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসী রেল স্টেশনে কর্তব্যরত রেল পুলিশ ও জিআরপি। দ্রুত পুলিশ রেললাইনের ধার থেকে স্কুল ছাত্রীর দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
হরষিত সিংহ