TRENDING:

Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়

Last Updated:

Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার নাম জড়াল রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া নামে এক ব্যক্তির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার কুন্তল ঘোষের যোগ উত্তর দিনাজপুর জেলায়? কুন্তল ঘোষকে জেরার পর ইডির পেশ করা চার্জশিটে নাম এল শিক্ষক তথা রায়গঞ্জের সমাজকর্মী গৌতম তান্তিয়ার। আর এই নাম আসাতেই দুর্নীতি নিয়ে সরব বিজেপি। যদিও সমস্তটাই অস্বীকার করেছেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। নিজের নামের তালিকাকে ভুয়ো বলে দাবি করলেন তিনি।
কুন্তলের কীর্তিতে অবাক সকলে!
কুন্তলের কীর্তিতে অবাক সকলে!
advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার নাম জড়াল রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া নামে এক ব্যক্তির। কুন্তল ঘোষকে জেরা করে যে এজেন্টদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতম বাবুর। এমনই একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি বিজেপির তরফ থেকে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

advertisement

আরও পড়ুন: পয়লা বৈশাখের আগেই চরম গরম রাজ্যে, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা! আবহাওয়ার আপডেটে চামড়ায় 'জ্বালাতঙ্ক'

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।

advertisement

আরও পড়ুন: 'দিল্লি স্তব্ধ করে ছাড়ব, মন্ত্রক চলতে দেব না...' বৃহত্তর আন্দোলনের হুমকি অভিষেকের

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অন্যদিকে ভাইরাল সেই লিস্টটি একেবারেই ভুয়ো বলে দাবি করলেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনো রকম নোটিশ আসেনি বলে জানান তিনি। আর কুন্তল ঘোষকে তিনি নিজেও চেনেন না বলে দাবি করেন। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি তাকে ইডি তলব করে, তবে তিনি ইডিকে সবরকম সাহায্য করবেন বলেও জানিয়েছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল