শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার নাম জড়াল রায়গঞ্জের স্কুল শিক্ষক তথা রায়গঞ্জের এক পশুপ্রেমী সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়া নামে এক ব্যক্তির। কুন্তল ঘোষকে জেরা করে যে এজেন্টদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে নাম রয়েছে গৌতম বাবুর। এমনই একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি বিজেপির তরফ থেকে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: পয়লা বৈশাখের আগেই চরম গরম রাজ্যে, কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা! আবহাওয়ার আপডেটে চামড়ায় 'জ্বালাতঙ্ক'
বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, এই সরকারের আমলে শিক্ষকরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। কুন্তলকে জেরা করে এই জেলায় শুধু গৌতম তান্তিয়ার নাম উঠে আসলেও এমন আরও অনেক গৌতম তান্তিয়া এই জেলায় রয়েছে। সঠিক তদন্ত হলে তাদের নামও বেরিয়ে আসবে।
আরও পড়ুন: 'দিল্লি স্তব্ধ করে ছাড়ব, মন্ত্রক চলতে দেব না...' বৃহত্তর আন্দোলনের হুমকি অভিষেকের
অন্যদিকে ভাইরাল সেই লিস্টটি একেবারেই ভুয়ো বলে দাবি করলেন অভিযুক্ত গৌতম তান্তিয়া। তাঁর কাছে ইডির তরফ থেকে কোনো রকম নোটিশ আসেনি বলে জানান তিনি। আর কুন্তল ঘোষকে তিনি নিজেও চেনেন না বলে দাবি করেন। তবে এই দুর্নীতির বিষয় নিয়ে যদি তাকে ইডি তলব করে, তবে তিনি ইডিকে সবরকম সাহায্য করবেন বলেও জানিয়েছেন তিনি।