নকশালবাড়ির ভারত নেপাল সীমান্ত লাগোয়া ছোটো গ্রাম ধীমাল বস্তি। যার এক পাশে নীল পাহাড় কার্শিয়ং। অন্য প্রান্তে নেপাল। চারপাশ শুধুই সবুজ। এহেন প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া গ্রামের প্রেমে পড়বেন না, হয় না কি! আর তাই আর অপেক্ষা নয়। মোবাইল হাতে নিয়েই একের পর এক প্রকৃতির অপরূপতা মোবাইল বন্দি করেন। সবুজে ঘেরা গ্রামে সেলফিও তুলে নেন। যেন কিছুতেই ফিরতে চাইছিল না মন। ঘোরার ফাঁকেই কোলে তুলে নেন এক ধীমাল শিশুকে।
advertisement
আরও পড়ুনঃ তাপসের বিস্ফোরক মন্তব্যের পর ফের বোমা ফাটালেন অনুপম! কী লিখলেন ফেসবুকে!
এ দিন সায়ন্তিকা কথা বলেন ধীমাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে। ধীমালদের প্রধান গর্জন মল্লিকের সঙ্গে কথা বলে জেনে নেন জনসংখ্যা কত, আর কোথায় কোথায় এই সম্প্রদায়ের বসবাস, পেশা, পোশাক, বাদ্যযন্ত্র, ভাষা, সংস্কৃতি সম্পর্কে। শুনেছেন যাবতীয় সমস্যার কথা। মুখ্যমন্ত্রীর কাছে বিষয়গুলি তুলে ধরবেন বলে আশ্বাস দেন টলিউডি অভিনেত্রী তথা তৃণমূলের সম্পাদিকা সায়ন্তিকা।
আরও পড়ুনঃ কালীপুজো কাঁপাবেন 'ভাইরাল' মিলন কুমার, কোন শ্যামাসঙ্গীত গাইলেন তিনি!
সায়ন্তিকা বলেন, "ধীমালদের নিয়ে চলচ্চিত্র তৈরি করা হবে। ওদের সংস্কৃতি, গান, বাজনা সম্পূর্ণ অন্য ঘরানার। চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরলে অনেকেই তা জানবেন।" এ দিন স্থানীয় সন্তোষী মাতার মন্দিরে গিয়ে পুজো দেন সায়ন্তিকা। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ, তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ।
Partha Sarkar
