TRENDING:

Samaresh Majumder | Jalpaiguri: ভূমিপুত্রকে হারাল জলপাইগুড়ি, হাকিমপাড়া জুড়ে এখন শুধু লেখকেরই স্মৃতি রোমন্থন

Last Updated:

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বরেণ্য এই সাহিত্যিক। গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশে মজুমদারের সিওপিডি-র সমস্যা ছিল। হাসপাতালে থাকাকালীন বাড়ে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপনিয়া)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: তাঁর লেখায় বারবার ফিরে এসেছে উত্তরবঙ্গের কথা৷ উত্তরবঙ্গের পাহাড়, উত্তরবঙ্গের নদী৷ উত্তরের পথঘাট, মানুষজন৷ শৈশবে তাঁর উপরে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গ যে ছাপ ফেলেছিল, আমৃত্যু সেইসবই পাথেয় হয়েছিল তাঁর৷
advertisement

জলপাইগুড়ি জেলার ভূমিপুত্র ছিলেন স্বনামধন্য এই লেখক। পড়াশোনা করেছেন জলপাইগুড়ি জেলা স্কুলে৷ তারপরে উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসা৷ উত্তরের পাহাড়ি সবুজ থেকে দক্ষিণের সমতলে কংক্রিটের শহরে নেমে এলেও, তাঁর রন্ধ্রে রন্ধ্রে বসত করল ডুয়ার্স ও জলপাইগুড়ি৷ আর সেই ছাপ পড়েছিল তাঁর লেখাতেও৷ উত্তরাধিকার থেকে সাতকাহন, তাঁর বহু উপন্যাসেই ঘুরে ফিরে এসেছে এই সব অঞ্চলের কথা৷ মৌষলকাল উপন্যাসের মাধ্যমে বোধহয় ফিরেও যেতে চেয়েছিলেন ছোটবেলার সেই শহরে৷

advertisement

আরও পড়ুন: স্বপ্ন দেখা থেকে স্বপ্ন ভাঙার আখ্য়ান! সমরেশ মজুমদার চিনিয়েছিলেন সত্তরের উত্তাল দশক, চিনিয়েছিলেন অনিমেষদের

ভূমিপুত্রের মৃত্যুতে শোকাহত জলপাইগুড়ির বাসিন্দারা। ছাত্র জীবনে জেলা স্কুলে পড়াকালীন তিনি জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ার পৈত্রিক বাড়িতে থাকতেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে সেই সব স্মৃতিচারণ করলেন হাকিম পাড়ার বাসিন্দারা।

advertisement

বাংলা সাহিত্য জগতের ইন্দ্রপতন ঘটল আজ, সোমবার, ৮ মে ২০২৩। চলে গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন :  চলে গেলেন কালবেলা, সাতকাহন-এর স্রষ্টা সমরেশ মজুমদার

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বরেণ্য এই সাহিত্যিক। গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশে মজুমদারের সিওপিডি-র সমস্যা ছিল। হাসপাতালে থাকাকালীন বাড়ে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপনিয়া)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

তিনি চলে গেলেও রেখে গিয়েছে‌ন তাঁর সৃষ্টি কালপুরুষ, কালবেলা, সাতকাহন সহ অসংখ্য ব‌ই। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে‌ছে বাংলার সাহিত্য মহলে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Samaresh Majumder | Jalpaiguri: ভূমিপুত্রকে হারাল জলপাইগুড়ি, হাকিমপাড়া জুড়ে এখন শুধু লেখকেরই স্মৃতি রোমন্থন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল