TRENDING:

Sachin Tendulkar's 50 th Birthday: সচিনের হাফ সেঞ্চুরি জন্মদিনে বিশেষ আয়োজন, অসহায় শিশুদের সঙ্গে সময় কাটালেন অনুরাগী আইনজীবী

Last Updated:

Sachin Tendulkar's 50 th Birthday: মাংস থেকে পায়েস ছিল সবেরই আয়োজন, কাটা হল কেকও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : মাস্টার-ব্লাস্টারের জন্মদিন বলে কথা! ভক্তরা মাতবেন না, তাও কখনও হয়! এমনটাই হল শিলিগুড়িতে। এক সচিন ভক্তের উদ্যোগে ক্রিকেট ঈশ্বরের অন্যরকম এক জন্মদিনের আয়োজন করা হল  শিলিগুড়িতে। তার উপর এ বার আবার জন্মদিনের অর্ধশতক বলে কথা!  উদ্যোক্তা ছিলেন সচিনভক্ত আইনজীবী বহ্নি চক্রবর্তী। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন করলেন তিনি।
বহ্নি এই বিশেষ দিনটি কাটালেন অসহায় দরিদ্র খুদেদের সঙ্গে
বহ্নি এই বিশেষ দিনটি কাটালেন অসহায় দরিদ্র খুদেদের সঙ্গে
advertisement

সচিনের ফ্লেক্স তৈরি করা হয়। কাটা হয় কেকও! ক্রিকেটের আইডলের জন্মদিন বলে কথা! বহ্নি এই বিশেষ দিনটি কাটালেন অসহায় দরিদ্র খুদেদের সঙ্গে। আইনজীবী বহ্নি চক্রবর্তীর ডাকে সাড়া দেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা। শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজন করা হয় মাস্টার-ব্লাস্টারের ৫০তম জন্মদিন। শামিল হয় অসহায়, ভবঘুরে ১০০ জন কচিকাঁচা। তাদের নিয়েই অন্যরকম হুল্লোড় হল।

advertisement

দুপুরে পাতপেড়ে খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়। কী ছিল মেনুতে?  ডাল, ভাত, ভাজা তো ছিলই। শেষে ছিল মাংস এবং পায়েসও! আয়োজনের ত্রুটি রাখতে চাননি তিনি।

কেন এই আয়োজন? আইনজীবী বহ্নি চক্রবর্তী বলেন, ‘‘১৯৯৬ থেকে আমি সচিনের ভক্ত। তখন থেকে ওর খেলা দেখি। সরাসরি তো আর ওঁর সামনে পৌঁছতে পারবো না। তাই দূর থেকেই ওর জন্মদিন পালন করছি। অসহায় শিশুদের সঙ্গে নিয়ে দিনটি কাটালাম।’’ এই আয়োজনে খুশির ঝলক কচিকাঁচাদের মুখেও। ওরাও আজ আনন্দিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা রনি রাহা জানান, নিজের জন্মদিন তো অনেকেই ঘটা করে পালন করে। কিন্তু নিজের প্রিয় জীবন্ত কিংবদন্তির জন্মদিনে এমন আয়োজন অবশ্যই অভিনব।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sachin Tendulkar's 50 th Birthday: সচিনের হাফ সেঞ্চুরি জন্মদিনে বিশেষ আয়োজন, অসহায় শিশুদের সঙ্গে সময় কাটালেন অনুরাগী আইনজীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল