সচিনের ফ্লেক্স তৈরি করা হয়। কাটা হয় কেকও! ক্রিকেটের আইডলের জন্মদিন বলে কথা! বহ্নি এই বিশেষ দিনটি কাটালেন অসহায় দরিদ্র খুদেদের সঙ্গে। আইনজীবী বহ্নি চক্রবর্তীর ডাকে সাড়া দেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা। শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজন করা হয় মাস্টার-ব্লাস্টারের ৫০তম জন্মদিন। শামিল হয় অসহায়, ভবঘুরে ১০০ জন কচিকাঁচা। তাদের নিয়েই অন্যরকম হুল্লোড় হল।
advertisement
দুপুরে পাতপেড়ে খাওয়া-দাওয়ারও আয়োজন করা হয়। কী ছিল মেনুতে? ডাল, ভাত, ভাজা তো ছিলই। শেষে ছিল মাংস এবং পায়েসও! আয়োজনের ত্রুটি রাখতে চাননি তিনি।
কেন এই আয়োজন? আইনজীবী বহ্নি চক্রবর্তী বলেন, ‘‘১৯৯৬ থেকে আমি সচিনের ভক্ত। তখন থেকে ওর খেলা দেখি। সরাসরি তো আর ওঁর সামনে পৌঁছতে পারবো না। তাই দূর থেকেই ওর জন্মদিন পালন করছি। অসহায় শিশুদের সঙ্গে নিয়ে দিনটি কাটালাম।’’ এই আয়োজনে খুশির ঝলক কচিকাঁচাদের মুখেও। ওরাও আজ আনন্দিত।
অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা রনি রাহা জানান, নিজের জন্মদিন তো অনেকেই ঘটা করে পালন করে। কিন্তু নিজের প্রিয় জীবন্ত কিংবদন্তির জন্মদিনে এমন আয়োজন অবশ্যই অভিনব।
