TRENDING:

Siliguri Tiger: চার শাবকের দুষ্টুমি সামলাতে বাঘিনী শিলা এখন বেজায় ব্যস্ত, দেখুন ওদের ‘বাঘবেলার’ ভিডিও

Last Updated:

Siliguri Tiger: আবার কখনও মায়ের পিঠে চেপে বসছে৷ পরম মাতৃস্নেহে বড় হয়ে উঠছে। ওদের আবদারও মেটাচ্ছে মা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : কে দেখে বলবে ওদের বয়স এখন ২ মাস ৷ কী লম্ফ ঝম্প! এনক্লোজারেই ছুটে বেড়াচ্ছে, খেলছে আপন মনে ৷ নিজেদের মধ্যে দুষ্টুমিতে ব্যস্ত৷  একে অপরকে জড়িয়ে ধরে খেলছে, লাফাচ্ছে৷ আবার কখনও মায়ের পিঠে চেপে বসছে৷ পরম মাতৃস্নেহে বড় হয়ে উঠছে। ওদের আবদারও মেটাচ্ছে মা৷
চোখ ফুটতেই চার রয়্যল বেঙ্গল টাইগারের ছটফটানিও বেড়েছে
চোখ ফুটতেই চার রয়্যল বেঙ্গল টাইগারের ছটফটানিও বেড়েছে
advertisement

গত ১০ মার্চ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পাঁচ শাবকের জন্ম দেয় রয়েল বেঙ্গল টাইগার "শীলা"। ১৪ দিনের মাথায় এক শাবকের মৃত্যু হয়। তবে বাকি চার শাবক ভালই রয়েছে। আপাতত তাদের ঠিকানা রয়েল বেঙ্গল টাইগারের এনক্লোজার ৷  চোখ ফুটতেই চার রয়্যল বেঙ্গল টাইগারের ছটফটানিও বেড়েছে। এনক্লোজারের মধ্যেই গুটি গুটি পায়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে। মা "শীলাও" দিব্ব্যি খাওয়া দাওয়া করছে। বেড়েছে খাবারের পরিমাণও!

advertisement

আরও পড়ুন : পালিয়ে বিয়ে করে আতঙ্কে কাটছে দিন; ভিডিওতে পুলিশের কাছে সাহায্যের আর্তি দম্পতির

আর চার শাবককে প্রথম ৬ মাস মায়ের দুধই খেতে হবে। আপাতত একটি এনক্লোজারে মা শীলার সঙ্গেই রয়েছে চার সদ্যোজাত নতুন অতিথি! ওদের দেখার অপেক্ষায় প্রহর গুনছেন পর্যটকেরা। আপাতত সেই সম্ভাবনা কম। তাই ওদের দেখার জন্যে পর্যটকদের কাছে এখন ভরসা সাফারি পার্কের ফেসবুক পেজ। ওখানেই নজর রাখছেন সকলে!

advertisement

আরও পড়ুন : ব্রেস্ট ফিডিংয়ের সময় স্তনে অসহ্য যন্ত্রণা কেন হয়? জানুন এখনই

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সুস্থ রয়েছে চার শাবকই। প্রতিনিয়ত ওদের দেখভাল করছেন বনকর্মীরা। শীলার প্রতি রয়েছে বাড়তি নজর। সব মিলিয়ে বেঙ্গল সাফারি পার্কে এখন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১! এর মধ্যে একটি আবার সাদা ডোরাকাটাও রয়েছে। যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের।

advertisement

আরও পড়ুন : কিছুতেই মানিয়ে নিতে পারছেন না দাম্পত্যে? সম্পর্ক মসৃণ করে তুলতে রইল কিছু টিপস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোটা দেশে যখন রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমছে, তখন বেঙ্গল সাফারি পার্ক নতুন দিশা দেখাচ্ছে। ওড়িশার নন্দন কানন থেকে শীলাকে আনা হয়েছিল সাফারি পার্কে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Tiger: চার শাবকের দুষ্টুমি সামলাতে বাঘিনী শিলা এখন বেজায় ব্যস্ত, দেখুন ওদের ‘বাঘবেলার’ ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল