একবার দুবার নয়। বন দফতরের রিপোর্ট বলছে গত দুমাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। একই বাঘ নাকি সংখ্যায় তারা একাধিক জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বন দফতর।
আরও পড়ুন: বছর শুরুর দিন থেকেই রেশন ধর্মঘট! কোটি-কোটি মানুষের মাথায় হাত, কী করতে হবে এবার?
গত কয়েক বছর ধরে শীতের এই মরশুমে বাঘের দেখা মিলছে ১৫৯.৮৯ বর্গ কিলোমিটার পাহাড়ি জঙ্গলে। ২০১৭ সালের ১৯ জানুয়ারি ভোরে লাভা থেকে সামান্য দূরে পেদং এর রাস্তায় নিজের মোবাইল ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি বন্দি করে বনমহলে চাঞ্চল্য ফেলে দেন আনমোল ছেত্রী নামে এক স্থানীয় যুবক। আরও বাঘের অস্তিত্ব খুঁজে পেতে এরপর এলাকায় চারটি ট্র্যাপ ক্যামেরা বসায় বন দফতর। তাতে ওই বছর ২৩ জানুয়ারি প্রথম সরকারি খাতায় নজরবন্দি হয় বাঘ।
advertisement
আরও পড়ুন: শীতে ওজন বাড়ে, এই ৫ ‘ম্যাজিক’ পানীয় খেলে পেটের মেদ হুড়মুড়িয়ে ঝরবেই! চ্যালেঞ্জ নেবেন?
এরপর ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ৫ জানুয়ারি ২০১৮ এরপর ২০২০ সালের ১৩ জানুয়ারি বাঘ বন্দি হয় ক্যামেরায়। মাঝে এক বছর দেখা না দিলেও ২০২২ সালের ২৮ অক্টোবর এবং এই বছর জানুয়ারি মাসেও ট্র্যাপ ক্যামেরায় ধরা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতর নিশ্চিত ভাল সংখ্যায় বাঘ রয়েছে এই বনে। তাই বাঘ সংরক্ষনে গুরুত্ব বাড়াতে পাহাড়ি এই জঙ্গলকে যাতে প্রজেক্ট টাইগারে যুক্ত করা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করা হয়েছে বলে গরুমারা বন্যপ্রানী বিভাগের বনাধিকারিক জানিয়েছেন।
শান্তনু কর
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F