Ration Strike: বছর শুরুর দিন থেকেই রেশন ধর্মঘট! কোটি-কোটি মানুষের মাথায় হাত, কী করতে হবে এবার?

Last Updated:
Ration Strike: আগামী ১ জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন ধর্মঘট। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ হবে।
1/9
আগামী ১ জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন ধর্মঘট। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ হবে। রাজ্যের প্রায় ২০ হাজার ২৭১ দোকান বন্ধ থাকবে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
আগামী ১ জানুয়ারি থেকে দেশজুড়ে রেশন ধর্মঘট। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ হবে। রাজ্যের প্রায় ২০ হাজার ২৭১ দোকান বন্ধ থাকবে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
advertisement
2/9
কমিশন নিয়ে মূলত আপত্তি। এছাড়া রাজ্যের বিভিন্ন রেশন সংক্রান্ত চুরির ঘটনায় রেশন ডিলারদের জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
কমিশন নিয়ে মূলত আপত্তি। এছাড়া রাজ্যের বিভিন্ন রেশন সংক্রান্ত চুরির ঘটনায় রেশন ডিলারদের জড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
advertisement
3/9
কেন্দ্রীয় সরকার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। যদিও রেশন ডিলার সংগঠন তাতে রাজি হয়নি বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ওনারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
কেন্দ্রীয় সরকার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। যদিও রেশন ডিলার সংগঠন তাতে রাজি হয়নি বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ওনারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
advertisement
4/9
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
advertisement
5/9
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
কী কী নিয়ে আপত্তি? নেটওয়ার্ক জনিত সমস্যা, সার্ভার জনিত সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে রেশন উপভোক্তাদের সমস্যা হচ্ছে।
advertisement
6/9
খাদ্যশস্যের কুইন্টাল পিছু ১ কিলো করে হ্যান্ডেলিং লস দিতে হবে। কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন দোকানদারদের নূন্যতম ৫০ হাজার টাকা আয় নিশ্চিত করতে হবে।
খাদ্যশস্যের কুইন্টাল পিছু ১ কিলো করে হ্যান্ডেলিং লস দিতে হবে। কোভিড পরবর্তী পরিস্থিতির জন্য রেশন দোকানদারদের নূন্যতম ৫০ হাজার টাকা আয় নিশ্চিত করতে হবে।
advertisement
7/9
চটের বস্তায় FCI থেকে খাদ্যশস্য দিতে হবে। দার্জিলিং জেলার মতো বর্তমানে বাদ পড়া অন্যান্য জেলায় বর্ধিত কমিশন দিতে হবে। NFSA অনুযায়ী অগ্রিম কমিশন দিতে হবে।
চটের বস্তায় FCI থেকে খাদ্যশস্য দিতে হবে। দার্জিলিং জেলার মতো বর্তমানে বাদ পড়া অন্যান্য জেলায় বর্ধিত কমিশন দিতে হবে। NFSA অনুযায়ী অগ্রিম কমিশন দিতে হবে।
advertisement
8/9
এবার গরিব মানুষের জন্য দুঃখের খবর সামনে এল। নতুন বছরের শুরুতেই রেশন ডিলাররা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নানা দাবিতে ২০২৪ সালের প্রথম দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটে যেতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন।
এবার গরিব মানুষের জন্য দুঃখের খবর সামনে এল। নতুন বছরের শুরুতেই রেশন ডিলাররা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নানা দাবিতে ২০২৪ সালের প্রথম দিন থেকেই লাগাতার রেশন ধর্মঘটে যেতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার অ্যাসোসিয়েশন।
advertisement
9/9
আর এই ঘটনা ঘটলে ভোগান্তির মুখে পড়বেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা। গরিব মানুষের ভরসা এই রেশন। বিনামূল্যে এবং কয়েকটি জিনিস কম দামে তাঁরা পেয়ে থাকেন। কিন্তু এই ধর্মঘট যদি হয় তাহলে তা কপালে ভাঁজ ফেলবে প্রান্তিক গরিব মানুষজনকে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
আর এই ঘটনা ঘটলে ভোগান্তির মুখে পড়বেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা। গরিব মানুষের ভরসা এই রেশন। বিনামূল্যে এবং কয়েকটি জিনিস কম দামে তাঁরা পেয়ে থাকেন। কিন্তু এই ধর্মঘট যদি হয় তাহলে তা কপালে ভাঁজ ফেলবে প্রান্তিক গরিব মানুষজনকে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
advertisement
advertisement
advertisement