বুধবার ভোররাতে বিলাশবহুল গাড়িতে বসেই ডাকাতির উদ্দেশ্যে বের হয় ৩ দুষ্কৃতী। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ডাকাত দলের খেল খতম। পুলিশের হাতে পাকড়াও ৩ দুষ্কৃতী। তাকের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল-সহ ৪ রাউন্ড কার্তুজ।
advertisement
জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলবার রাতেই নকশালবাড়ির এক হোটেল এসে ওঠে ওই দুষ্কৃতীরা। এরপর ভোররাতের দিকে হোটেল থেকে বেরিয়ে বিলাসবহুল গাড়িতে চেপে ডাকাতির জন্যে রওনা দেয় তারা। কিন্তু বিলাসবহুল ওই গাড়ির গতিবিধি সন্দেহ হয় পুলিশের। গাড়ি আটক করে তল্লাশি চালাতেই পাকড়াও। উদ্ধার হয় ৯ এমএম পিস্তল-সহ ৪ রাউন্ড কার্তুজ।
ধৃতরা হল নন্দু গোস্বামী, বাবলু জয়সওয়াল ও বিশ্বজিৎ সিংহ। ধৃতরা শিলিগুড়ির দেবিডাঙা, প্রধাননগর ও খালপাড়ার বাসিন্দা। ধৃতদের মধ্যে নন্দু গোস্বামী পুলিশের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে বলে জানা গিয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি বিলাশবহুল গাড়ি।