দুর্গাপুজো আসছে। মা আসতে খুব বেশিদিন বাকি নেই। তার আগেই যেন চলে এল পুজোর ‘উপহার’! খানাখন্দে ভর্তি রাস্তার জায়গায় এবার পাকা রাস্তা পেলেন জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভুজারি পাড়ার বাসিন্দারা।
আরও পড়ুনঃ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, নেপালি দম্পতিকে হাতেনাতে ধরে ফেলল BSF! কেন ওপারে যেতে চাইছিলেন?
advertisement
কোনপাকরির উমের আলির বাড়ি থেকে ভুজারি পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন ঝাঁ চকচকে, মসৃণ। সেই রাস্তা দিয়ে অনায়াসে হাট, বাজার, স্কুল এবং আশপাশের সাতটি গ্রামে যাওয়া যায়। ফলে খুশি স্থানীয় বাসিন্দারা।
এই ঝাঁ চকচকে, মসৃণ পাকা রাস্তা তৈরিতে প্রায় ৫৯ লক্ষ টাকা খরচ করেছে জেলা পরিষদ। রাস্তার হাল ফেরার পর যেন বদলে যাচ্ছে গ্রামের ছবি। রাস্তা ভালো হওয়ায় আত্মীয়দের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। খানাখন্দে ভর্তি বেহাল রাস্তার হাল ফেরায় খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা।