প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দেখেন, অ্যাম্বুলেন্সের ভিতরে বেদনায় কাতরাচ্ছেন ওই অন্তঃসত্ত্বা। তাঁকে দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ ভোটার তালিকায় ‘ভূত’! ছাব্বিশের ভোটের আগেই মিলল খোঁজ, এবার কোথায় জানেন?
advertisement
ঘটনায় ডাম্পারের চালক নিজেও স্টিয়ারিংয়ের মধ্যে আটকে যান এবং দীর্ঘক্ষণ গাড়ির ভিতরেই আটকে থাকেন। পরে মেটেলি থানার আইসি ও বিডিও-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয়দের প্রশ্ন, নদী থেকে বালি-পাথর উত্তোলন বন্ধ থাকার নির্দেশ থাকলেও রাতের অন্ধকারে এভাবে ডাম্পার ছুটছে কীভাবে? পুলিশের নজরদারি কোথায়? প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ডাম্পারটি অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচারের চেষ্টা করছিল এবং রাজস্ব ফাঁকি দিচ্ছিল। মেটেলি ব্লক এলাকাতেও একইভাবে ট্রাফিক আইন অমান্য করে ডাম্পারের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ।