TRENDING:

West Bengal News: রাত ১০.৪০, বিকট এক শব্দ, মারাত্মক ঘটনা ধূপগুড়িতে! যা দেখে চমকে গেলেন সকলে...

Last Updated:

West Bengal News: এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের উপরে পথ দুর্ঘটনা হওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়। বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধূপগুড়ি: ফের ধূপগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার রাত ১০.৪০ মিনিট নাগাদ ধুপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৪ জন। জানা গেছে, অসমের থেকে একটি দশ চাকার গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল, উলটো দিক থেকে আরেকটি লরি রাজস্থান থেকে অসমের পথে যাচ্ছিল। ধূপগুড়ির ওভারব্রিজ এলাকায় মুখোমুখি সংঘর্ষে হয় লরি দুটির।
advertisement

আর তাতেই আহত হন চার জন। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মহঃ রহিম, গুল্লু শর্মা, জাহিরুল আলি। এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের উপরে পথ দুর্ঘটনা হওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়। বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।

আরও পড়ুন: বিহার থেকে রাজ্যে ঢুকল একটি বোলেরো গাড়ি, যা মিলল ভিতরে, চক্ষু চড়কগাছ সকলের!

advertisement

কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো স্থানীয়রা। পরে ধূপগুড়ির দমকল কর্মীরাই আহতদের উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের সেখান থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলো সড়কের উপর থাকায় যান চলাচল স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়।

advertisement

আরও পড়ুন: সাত-সকালেই দুই যুবকের দিকে চলে গেল সব নজর, ব্যাপক চাঞ্চল্য জামালপুরে!

এদিকে, আবারও রাতের কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। গুরুতর আহত দুই বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন দুজনে। ঘটনাস্থল ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের সামনে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বাড়ি বসেই দেখুন বিসর্জনের আয়োজন
আরও দেখুন

রাত একটা পনেরো নাগাদ একটি বাইকে দক্ষিণ ২৪ পরগনার আকরার বাসিন্দা দুজন ১৮-১৯ বছরের ছেলে উত্তর কলকাতা থেকে ফিরছিল। একটি চলন্ত মালবাহী গাড়িতে তীব্র গতিতে ধাক্কা মারে বাইকটি। আহত ইমরান খান ও মনু দাসের ডান হাত ও মাথায় গুরুতর চোট লেগেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: রাত ১০.৪০, বিকট এক শব্দ, মারাত্মক ঘটনা ধূপগুড়িতে! যা দেখে চমকে গেলেন সকলে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল