স্থানীয়রা জানান রাত প্রায় এগারোটা নাগাদ ধূপগুড়ি খলাইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি লরি দ্রুত গতিতে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। তারপর সেখান থেকে দ্রুতগতিতে পালাতে গিয়ে ফুটপাতে থাকা দুই শ্রমিককে ও পিষে দেয় ঘাতক লরিটি। এরপর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী প্রকাশ সূত্রধরের৷ তাঁর বাড়ি ফালাকাটা মিলরোডে।
advertisement
আহত হন আরও ২ জন৷ নারায়ণ সরকার ও আনন্দ রায়৷ তাঁরা দু’জনে খলাইগ্রাম এলাকার বিদেশ প্লাইউড কারখানার শ্রমিক। কাজ শেষে বাড়ি ফেরার সময় বেপরোয়া একটি লরি দ্রুত গতিতে এসে প্রথমে মোটর বাইকে ধাক্কা মারে, এরপর সেখান থেকে পালাতে গিয়ে পিষে দেয় ফুটপাত দিয়ে বাড়ি ফিরতে থাকা দুই শ্রমিককে। ছুটে আসে আশেপাশের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। খবর দেয়া হয় দমকল কর্মীদের।
খবর পেয়ে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও। আহত ব্যক্তিদের স্থানীয়দের সাহায্যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকেই।
তবে মৃত যুবকের দেহ ধূপগুড়ি থানায় রাখা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। আজ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতাল পাঠানো হবে।
রকি চৌধূরী
