TRENDING:

Road Accident: রাতের অন্ধকারে দৈত্যের মতো ছুটে এল 'বেলাগাম' লরি! পিষে দিল ফুটপাতে থাকা শ্রমিকদের, স্পিডের বলি ১, আহত ২জন

Last Updated:

রাত প্রায় এগারোটা নাগাদ ধূপগুড়ি খলাইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি লরি দ্রুত গতিতে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি: বেপরোয়া দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২। মৃতের নাম প্রকাশ সূত্রধর (২৪)। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহাকুমার খলাই গ্রাম সংলগ্ন ধূপগুড়ি থেকে ফালাকাটা আমি ৩১ নম্বর জাতীয় সড়কে।
News18
News18
advertisement

স্থানীয়রা জানান রাত প্রায় এগারোটা নাগাদ ধূপগুড়ি খলাইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি লরি দ্রুত গতিতে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। তারপর সেখান থেকে দ্রুতগতিতে পালাতে গিয়ে ফুটপাতে থাকা দুই শ্রমিককে ও পিষে দেয় ঘাতক লরিটি। এরপর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী প্রকাশ সূত্রধরের৷ তাঁর বাড়ি ফালাকাটা মিলরোডে।

advertisement

আরও পড়ুনSikkim bus accident: রংপোয় ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী বাস! মৃত অন্তত ৬, আহত ১৫

আহত হন আরও ২ জন৷ নারায়ণ সরকার ও আনন্দ রায়৷ তাঁরা দু’জনে খলাইগ্রাম এলাকার বিদেশ প্লাইউড কারখানার শ্রমিক। কাজ শেষে বাড়ি ফেরার সময় বেপরোয়া একটি লরি দ্রুত গতিতে এসে প্রথমে মোটর বাইকে ধাক্কা মারে, এরপর সেখান থেকে পালাতে গিয়ে পিষে দেয় ফুটপাত দিয়ে বাড়ি ফিরতে থাকা দুই শ্রমিককে। ছুটে আসে আশেপাশের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। খবর দেয়া হয় দমকল কর্মীদের।

advertisement

খবর পেয়ে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও। আহত ব্যক্তিদের স্থানীয়দের সাহায্যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকেই।

তবে মৃত যুবকের দেহ ধূপগুড়ি থানায় রাখা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। আজ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতাল পাঠানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

রকি চৌধূরী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: রাতের অন্ধকারে দৈত্যের মতো ছুটে এল 'বেলাগাম' লরি! পিষে দিল ফুটপাতে থাকা শ্রমিকদের, স্পিডের বলি ১, আহত ২জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল