TRENDING:

মাতিয়ে দিল গ্রহণ !‌ শিলিগুড়িতে উচ্ছ্বসিত পড়ুয়াদের চোখ টেলিস্কোপে‌

Last Updated:

শিলিগুড়িতে দুটি জায়গায় মহাজাগতিক দৃশ্য দেখার আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌শিলিগুড়ি:‌ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়ে রইল শিলিগুড়ি‌–সহ গোটা উত্তরবঙ্গবাসী। এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলেন অনেকেই। বিশেষ করে পড়ুয়ারা, নতুন প্রজন্মরা। তাঁদের মধ্যেই ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
advertisement

শিলিগুড়িতে দুটি জায়গায় মহাজাগতিক দৃশ্য দেখার আয়োজন করা হয়। একে করোনা আবহ চলছে। তবুও কোভিড প্রোটোকল মেনেই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে ভিড় জমে। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা ছিল সঙ্গী। কখনও রোদ, আবার কখনও মুষলধারায় বৃষ্টি। আবার মেঘের ঘনঘটা সরিয়ে রোদ ঝলমলে আকাশ। এমন আবহাওয়াতেই বিরলতম দৃশ্য উপভোগ করলেন শহরবাসী। শিলিগুড়ির মাটিগাড়ার সায়েন্স সেন্টারে গ্রহণ দেখার যাবতীয় আয়োজন করা হয়েছিল। সেখানেও সকাল থেকে ভিড় জমায় স্কুল, কলেজের পড়ুয়ারা। টেলিস্কোপে চোখ রেখে তাঁরা দেখে নয়নাভিরাম মহাজাগতিক দৃশ্য!

advertisement

অন্যদিকে শহরের ডাবগ্রাম সূর্যসেন প্রাথমিক স্কুলের মাঠে একইভাবে আয়োজন করে স্কাই ওয়াচার্স এসোসিয়েশন অব নর্থ বেঙ্গল। স্কুলের মাঠে ৫টি টেলিস্কোপ বসানো হয়। সঙ্গে ছিল অত্যাধুনিক ভিভি উইন্ডো। আর ছিল সান গানও। অত্যাধুনিক যন্ত্রাংশে চোখ রাখতেই ভেসে আসে "রিং অব ফায়ারের" অপূর্ব দৃশ্য! যা দেখে মুগ্ধ হয়ে ওঠে কচিকাঁচারা। বৃষ্টি সামান্য মন খারাপ করলেও মাহেন্দ্রক্ষণ অর্থাৎ সাড়ে ১২টা বাজতেই আকাশ ছিল ঝা চকচকে। কিছুতেই যেন টেলিস্কোপ থেকে চোখের পাতা সরে আসছিল না! স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অব নর্থবেঙ্গলের সম্পাদক দেবাশিষ সরকার জানান, এর আগে এত পরিস্কার গ্রহণ অন্তত শিলিগুড়ি থেকে দেখা যায়নি। বর্ষাকালেও আজ ৮০ শতাংশ দেখা গিয়েছে। ছাত্র, ছাত্রীদের মধ্যেও উৎসাহ ছিল দেখার মতোই।

advertisement

এক স্কুল ছাত্রী সঞ্চারী পাল জানায়, আবহাওয়ার জন্যে ভাবতেই পারিনি দেখতে পাবো। কিন্তু আকাশে মেঘ সরে যেতেই সূর্যের অপরূপ ছবি দেখতে পেলাম। বেশ ভালো অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর দেখা গিয়েছিল। ফের সূর্যের এই বিরল দৃশ্য দেখার জন্যে অপেক্ষা করতে হবে ২০৩১ সাল পর্যন্ত!

সেরা ভিডিও

আরও দেখুন
প্রশিক্ষণ ছাড়াই পাওয়ার লিফটিংয়ে বাজিমাত! রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় তৃতীয় ভাস্কর
আরও দেখুন

Partha Sarkar

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাতিয়ে দিল গ্রহণ !‌ শিলিগুড়িতে উচ্ছ্বসিত পড়ুয়াদের চোখ টেলিস্কোপে‌
Open in App
হোম
খবর
ফটো
লোকাল