পুজোর মুখে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে টয় ট্রেন পরিষেবা। ১৭ মাইল এলাকায় ধসের কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে বন্ধ টয় ট্রেন চলাচল। ধস সরিয়ে বিভিন্ন সময়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওই ট্রেন চালানোর পরিকল্পনা করলেও তা ভেস্তে যায়। সেই বিপর্যয় কাটিয়ে পুজোর মুখে শুরু টয় ট্রেন পরিষেবা। শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শনিবার এসি কোচে যাওয়া যাবে। পাশাপাশি, দার্জিলিং থেকে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার এসি কোচে যেতে পারবেন পর্যটকরা।
advertisement
অন্যদিকে, পাহাড়ের চা-বাগান শ্রমিকদের হাতে এক কিস্তিতেই ২০ শতাংশ বোনাস দিতে হবে এবং তা পরশু দিনের মধ্যে। আর তা না দিলে চা গাছের গোঁড়ায় ১ লিটার রক্ত ঢালবেন তিনি নিজে। শ্রমিকদের রক্ত দিয়ে তৈরী দার্জিলিং চা, দার্জিলিং টি হল ব্লাড-টি, এই বার্তাই দেশ-বিদেশের চা পানীয়দের কাছে তুলে ধরবেন। আজ দার্জিলিংয়ে এই হুঁশিয়ারি দেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। ইতিমধ্যেই তাঁর শতাব্দী প্রাচীন গ্লেনারিজে দার্জিলিং চা বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে ক্ষতি হচ্ছে ঠিকই, তবে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, '' এটি নেপালি জাতির আন্দোলন।'' এখানে রাজনীতি না দেখে অনীত থাপাকেও যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, '' ভোটের আগে তো বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন অনীত কোথায়?''
ParthaPratim Sarkar