সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও রায়গঞ্জ মেডিক্যালে সকালে কাজে আসেন রায়গঞ্জ উকিল পাড়ার বাসিন্দা কার্তিক রজক। অন্যদিকে এদিনই উত্তম দাস নামে অপর এক কর্মীর সঙ্গে মেডিক্যাল লন্ড্রি সুপারভাইজার সাগর রজকের বেতন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, বহরমপুরের বাসিন্দা উত্তম দাস সুপারভাইজারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমতাবস্থায় কার্তিক রজক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উত্তম দাসকে বাধা দিতে যান। আর সেই সময়েই কার্তিকের পেটে ধারালো কাঁচি দিয়ে আঘাত করেন উত্তম। আহত হন সুপারভাইজার সাগর রজকও।
advertisement
আরও পড়ুনঃ বন্যা কবলিত ভুতনিতে বাড়ছে মৃতের সংখ্যা! এবার বলি শিশু, ঘরে জমা জলই প্রাণ কাড়ল একরত্তির
গুরুতর জখম অবস্থায় কার্তিক রজককে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে। হাসপাতাল কর্মীদের তৎপরতায় ধরা পড়েন উত্তম দাস। উত্তম দাসকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
স্বভাবতই এই ঘটনার পর মেডিক্যাল কলেজ চত্বরে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্তিক রাজকের মা পুষ্প রজক যিনি নিজেও পেশায় মেদিকেলের একজন লন্ড্রি-কর্মী। ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সরব হন তিনি।