TRENDING:

হাসিমারায় এসে পৌঁছল রাফাল যুদ্ধবিমান 

Last Updated:

দেশের ৩৬ নম্বর রাফাল যুদ্ধবিমান থাকবে হাসিমারা বিমান ঘাঁটিতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: অরুণাচল সীমান্তে উত্তেজনার মধ্যেই হাসিমারা বিমান ঘাঁটিতে চলে এল রাফাল যুদ্ধবিমান। দেশে চলে এল ৩৬ নম্বর রাফাল যুদ্ধবিমান, ঠাঁই পেল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এয়ারবেসে ৷
হাসিমারায় এসে পৌঁছল রাফাল যুদ্ধবিমান 
হাসিমারায় এসে পৌঁছল রাফাল যুদ্ধবিমান 
advertisement

ফ্রান্স থেকে সৌদি আরব হয়ে ৩৬ নম্বর রাফাল যুদ্ধবিমান হাসিমারায় পৌঁছে গিয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে ৷ রাফাল জেটটি ভারতের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে ফ্রান্স থেকে মোট ৩৬টি যুদ্ধবিমানই ভারতে চলে এল ৷ ১৮টি রাফালের একটি স্কোয়াড্রন থাকছে হাসিমারাতে, অন্য স্কোয়াড্রনটি যে কোনও পরিস্থিতিতে ওড়ার জন্য তৈরি থাকছে পঞ্জাবের আম্বালা এয়ারবেসে ৷ অরুণাচল প্রদেশে চিনা সেনার আগ্রাসনের পটভূমিকায় ৩৬ নম্বর রাফালের ভারতে পা রাখা খুবই তাত্‍পর্যপূর্ণ বলে দাবি করা হচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের তরফে।

advertisement

আরও পড়ুন- মমতা-অমিত মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে নবান্ন

হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল টাচ ডাউনের সঙ্গে সঙ্গেই জল কামান দিয়ে তাকে স্বাগত জানানো হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এয়ার এক্সারসাইজে অংশগ্রহণ করবে এই যুদ্ধ বিমানটি।

অরুণাচল সীমান্তে উত্তেজনা। চূড়ান্ত সতর্কতা জারি বাংলার হাসিমারা বিমান ঘাঁটিতে। তবে উত্তর-পূর্ব ভারতের সমস্ত বিমান ঘাঁটিতেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। তাওয়াং পরিস্থিতির জেরে গত কয়েকদিন দফায় দফায় বৈঠক করেছেন স্থলসেনা এবং বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকেরা। আর তার পরেই উত্তর-পূর্ব ভারত লাগোয়া অসমের তেজপুর, উত্তরবঙ্গের হাসিমারা-সহ গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিগুলিতে ‘চূড়ান্ত সতর্কতা’ জারি করা হয়েছে। অরুণাচল সীমান্ত বলেই শুধু নয়, চিন লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করা হয়েছে একাধিক যুদ্ধবিমান। সূত্রের খবর অনুযায়ী, অসমের তেজপুর, ছাবুয়ায় সুখোই-৩০ বিমান মোতায়েন করা হয়েছে। গোটা অসম সীমান্তেই মোতায়েন এস-৪০০।

advertisement

আরও পড়ুন- মমতার আগে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহের বৈঠক কী শাহী কৌশল ? জোর চর্চা 

উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ছাউনি খুব গুরুত্বপূর্ণ। ভারত-চিনের মধ্যে সীমান্ত এলাকার কাছেই বেশ গুরুত্বপূর্ণ হাসিমারা বিমান ঘাঁটি। তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, গত শুক্রবার রাতে প্রায় ৩০০ চিনা সেনা তাদের থাং লা শিবির থেকে ইয়াংৎসে নদী পার হয়ে তাওয়াং সেক্টরে অনুপ্রবেশ করে ভারতের একটি সেনা শিবিরে চড়াও হয়। কিন্তু তার আগের দিন থেকেই উত্তেজনা থাকায় ভারতীয় সেনা প্রস্তুত ছিল। ফলে চিনা সেনা সুবিধা করতে পারেনি। এর পরে দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে ‘সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট)-র বিষয়ে ঐকমত্য হয়। ইতিমধ্যে তা কার্যকরও হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

ভারতীয় বায়ুসেনার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে, ভারতের সীমান্তে বেশি সংখ্যক চিনের যুদ্ধবিমান টহল দিচ্ছে। যার পাল্টা হিসেবে রাফাল, সুখোইয়ের মতো শক্তিশালী যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে অরুণাচল সীমান্তে ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হাসিমারায় এসে পৌঁছল রাফাল যুদ্ধবিমান 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল