খবর চাউর হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। খবর দেওয়া হয় বনদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশন-এর সদস্যদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং বহু প্রচেষ্টার পর জাল কেটে সেই অজগর সাপটিকে উদ্ধার করেন তাঁরা।
আরও পড়ুন : মালবাজার দিয়েই শুরু সফর, আজ থেকে চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
advertisement
আরও পড়ুন : পাচারের আগে ৩০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, ফাঁসিদেওয়ায় গ্রেফতার এক
দীর্ঘ ক্ষণ জলের মধ্যে আটকে থাকার ফলে ক্ষত তৈরি হয়েছে সাপের গায়ে। গ্রামবাসীরা জানান পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে মাঝে মধ্যেই হাঁস, মুরগি খাওয়ার লোভে গ্রামে ঢুকে পড়ে অজগর। অবশেষে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আতঙ্কমুক্ত হয় ওই এলাকা। বন দফতর সূত্রে জানা গিয়েছে অজগর সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর ফের জঙ্গলের ছেড়ে দেওয়া হবে।