অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তের ভিতর আত্রেয়ী নদী থেকে একটি অজ্ঞাত পরিচয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। যাকে ঘিরে তুমুল হুলুস্থুল পরিস্থিতি সীমান্তে। তবে, নিখোঁজ এই শিক্ষকের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবার সদস্যদের প্রথম থেকে দাবি ছিল, এই শিক্ষকের মৃত্যু স্বাভাবিক নয়, এমনকি আত্মহত্যা করার মত তাঁর কোন রকম আচরণ ছিল না। অবশ্য বিগত কয়েক বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে।
advertisement
তারপর থেকে অনিয়ন্ত্রিত জীবন যাপন করছিলেন তিনি। এমনকি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। জানা গেছে, বিদেশ দফতরের মাধ্যমে বাংলাদেশ নওগাঁ ডিস্ট্রিক্ট এর পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানা যায় উদ্ধার হওয়া মৃতদেহ সুকান্ত চক্রবর্তীর। ভাতশালার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে ফ্ল্যাগ মিটিং হয়। এরপর কফিনবন্দি মৃতদেহ তুলে দেওয়া হয় বিএসএফ আধিকারিকদের হাতে। শেষ পর্যন্ত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতা এবং বালুরঘাট থানার পুলিশের তত্ত্বাবধানে শুক্রবার সুকান্ত চক্রবর্তীর মৃতদেহ হস্তান্তর করা হয়। তবুও কি কারণে এই প্রাথমিক শিক্ষকের মৃত্যু হল তা খতিয়ে দেখতে অনুরোধ করেছে পুলিশকে তাঁর পরিবারের পক্ষ থেকে।
সুস্মিতা গোস্বামী