এদিন স্কুল ভেঙে দেওয়ার পর বিদ্যালয়ের বিল্ডিংয়ের ইট ও অন্যান্য জিনিস লুটপাট করে নিতে দেখা যায় স্থানীয়দের। পরে পুলিশ এসে সেই লুটপাট বন্ধ করে।
আরও পড়ুনঃ পকসো সহ একাধিক ধারায় মামলা! এগরার ‘সেই’ শিক্ষকের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ
সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। চার লেনের এই জাতীয় সড়ক নির্মাণ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তা নির্মাণের কারণে এই স্কুল বিল্ডিং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্তারা কোনও মন্তব্য করছেন না।
advertisement
স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, ‘আমাদের কোনও নোটিশ না দিয়েই এদিন সন্ধ্যার আগে স্কুল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্কুলের জিনিসপত্র লুটপাট হচ্ছে। পরে পুলিশে জানালে পুলিশ এসে লুটপাট বন্ধ করে। সোমবার থেকে ছাত্র ছাত্রীদের কোথায় পড়াব তাই নিয়ে দুশ্চিন্তায় আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি’।