গণবিবাহের আসরে রাজনীতি, মালদহের আটমাইলে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত গণবিবাহের আসরে ধর্মান্তকরণের অভিযোগ করে ঝাড়খণ্ড দিসম পার্টি। দু’পক্ষই সংঘর্ষে জড়ায়। এবার বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহের আসর কার্যত ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
গণবিবাহের আসরে ক্ষমতার লড়াই সোমবার আলিপুরদুয়ারের একটি ক্লাব ময়দানে গণবিবাহের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন শাখা সংগঠন। অনুমতি না থাকায় রবিবারই মঞ্চ খুলে দেয় পুলিশ। অভিযোগ, এরপর সোমবার যাঁদের গণবিবাহের কথা ছিল, তাঁদের নিয়েই মাঝেরডাবরি, শামুকতলা, বনচুকামারিতে বিয়ের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতির দাবি, অনুমতি না থাকাতেই বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহের মঞ্চ খুলে নেওয়া হয়। আলিপুরদুয়ারের গণবিবাহ সমিতির সভাপতি রতন তরফদারের অভিযোগ, শাসকদলের হয়ে কাজ করছে পুলিশ।
advertisement
বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গণবিবাহের আসর নিয়ে আলিপুরদুয়ারে তৃণমূল-বিশ্ব হিন্দু পরিষদের রাজনৈতিক চাপানউতোর চলছে।