TRENDING:

Bike stealing video: পুলিশের সামনে দিয়েই তৃণমূল নেতার বাইক নিয়ে পালাল দুই চোর! রায়গঞ্জে ভাইরাল সিসিটিভি ফুটেজ

Last Updated:

এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুক্তার সরকার, রায়গঞ্জ: হেলমেটবিহীন বাইক থামিয়ে জরিমানা আদায় করছে পুলিশ৷ আর তার পাশ দিয়েই চুরির বাইক চালিয়ে দিব্যি পালিয়ে যাচ্ছে চোর৷ যে চোর বাইক চালাচ্ছে, তার মাথাতেও হেলমেট ছিল না৷ যদিও সেই বাইকটিকে আটকানোর চেষ্টাই করেনি পুলিশ!
জরিমানা আদায় করছে পুলিশ, সামনে দিয়েই চুরির বাইক নিয়ে পালাল দুই চোর৷
জরিমানা আদায় করছে পুলিশ, সামনে দিয়েই চুরির বাইক নিয়ে পালাল দুই চোর৷
advertisement

এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে৷ সম্প্রতি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায়৷

আরও পড়ুন: দলের চাপেই পিছু হঠবেন রাজন্যা-প্রান্তিক? ‘তিলোত্তমার গল্প’ রিলিজ কি পিছিয়ে যাবে

চুরি হওয়া ওই বাইকটির মালিক রায়গঞ্জ থানায় অভিযোগ জানানোর পরই বিষয়টি পুলিশের নজরে আসে৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় একটি বাইক আটকে আরোহীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি নম্বর প্লেটের ছবি তুলছেন পুলিশকর্মীরা৷ তখনই পাশ দিয়ে সবুজ জামা পড়া দুই যুবক বেপরোয়া গতিতে অন্য একটি বাইক চালিয়ে বেরিয়ে যাচ্ছে৷

advertisement

যদিও হেলমেটবিহীন অবস্থায় চালক এবং আরোহী থাকলেও দ্বিতীয় বাইকটি আটকানোর কোনও চেষ্টাই করেনি পুলিশ৷ অথচ ঘটনাস্থলে অন্তত চারজন পুলিশকর্মী ছিলেন বলে সিসিটিভি ফুটেজেই স্পষ্ট৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যার বাইক চুরি হয়, সৌমেন্দু রায় নামে সেই ব্যক্তি আবার তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য৷ তিনি জানান, গতকাল দুপুর থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে ব্যস্ত ছিলেন তাঁরা৷ সন্ধেবেলা বৈঠক শেষে বাড়ির বাইরে বেরিয়ে তিনি দেখেন, তাঁর বাইক চুরি হয়ে গিয়েছে৷ এর পরেই রায়গঞ্জ থানায় অভিযোগ জানান ওই তৃণমূল নেতা৷ পরে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখার সময় পুলিশের চোখের সামনে দিয়েই বাইক নিয়ে চোরেদের পালানোর বিষয়টি দেখতে পান ওই তৃণমূল নেতা৷ যদিও এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bike stealing video: পুলিশের সামনে দিয়েই তৃণমূল নেতার বাইক নিয়ে পালাল দুই চোর! রায়গঞ্জে ভাইরাল সিসিটিভি ফুটেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল