TRENDING:

Dooars Accident : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেল পুলিশভ্যান, আহত ৯ পুলিশকর্মী-সহ ১১

Last Updated:

ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা-বাগান সংলগ্ন এলাকায় (Dooars Accident)। জানা গিয়েছে, কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ ভ্যানটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডুয়ার্স : ডিউটি থেকে ফেরার পথে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সাইকেলের দোকানে  ঢুকে গেল পুলিশ ভ্যান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা-বাগান সংলগ্ন এলাকায় (Dooars Accident)। জানা গিয়েছে, কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর  উত্তরবঙ্গ সফরে ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ ভ্যানটি। আহত ৯ পুলিশকর্মী এবং দোকানে থাকা দু’জন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার সকালে বানারহাট থানার অন্তর্গত লক্ষ্মীপাড়া চা - বাগান সংলগ্ন ৩১ সি জাতীয় সড়কের পাশে।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন,পরেশ,রসাইলি,বিক্রম থাপা,প্রদীপ সুব্বা,হরিপ্রসাদ গুরুং,সমীর লেপচা,ভীম প্রসাদ সর্মা,তাইফুল ইসলাম ,জীবন বিশ্বকর্মা ,রাজেন তামাং,মাজার আনসারি এবং হায়দার আনসারি৷

খবর পেয়ে দ্রুত বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করা হয়। একজন পুলিশ কর্মী গুরুতর আহত হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দোকানে থাকা আহত দু’জনকেও ওই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। অন্যন্য পুলিশকর্মীদের স্থানীয় হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা করানো হয়।

advertisement

আরও পড়ুন : চেহারায় কাঠবিড়ালি, নখ ভালুকের, বিরল প্রাণী ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে

এদিকে দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বেশ কিছুক্ষণ পুলিশের গাড়িটিকে আটকে রাখে উত্তেজিত জনতা ।এরপর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা হস্তক্ষেপ করায় স্থানীয় জনতা কিছুটা শান্ত হয়। পুলিশের পক্ষ থেকে আহত স্থানীয় দু’জনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ায় পরে পুলিশ ভ্যানটিকে ছেড়ে দেয় স্থানীয়রা। সূত্রের মারফত এও জানা যায় ঘটনায় আহত ব্যক্তি এবং তার দোকানে চা ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রশাসনের তরফ থেকে ভর্তুকি  দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন : সুযোগ পেলেই চলে আসতেন, শিলিগুড়ির মাসির বাড়িকে ভোলেননি বাপ্পি লাহিড়ি

এদিকে দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আহত পুলিশকর্মীদের দাবি, ভ্যানের স্টিয়ারিং লক হয়ে যাওয়ার কারণেই হারিতে দুর্ঘটনা ঘটে।

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, ‘‘এঁরা সবাই কালিম্পং জেলার পুলিশকর্মী। মুখ্যমন্ত্রীর ডিউটি সেরে ফিরছিলেন। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে। জখমদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

advertisement

( প্রতিবেদন : রকি চৌধুরী)

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dooars Accident : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেল পুলিশভ্যান, আহত ৯ পুলিশকর্মী-সহ ১১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল