Bappi Lahiri Siliguri Connection: সুযোগ পেলেই চলে আসতেন, শিলিগুড়ির মাসির বাড়িকে ভোলেননি বাপ্পি লাহিড়ি

Last Updated:
উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে শেষ বার ২০১৬ সালে শিলিগুড়িতে এসেছিলেন বাপ্পি লাহিড়ি৷ তখনও বাঘাযতীন পার্কের মাসির বাড়ি থেকে ঘুরে গিয়েছিলেন কিংবদন্তি গায়ক সুরকার (Bappi Lahiri Death)৷
1/7
জল্পাইগুড়িতে জন্ম৷ তবে ছোটবেলার অনেকটা সময় কেটেছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাসির বাড়িতে৷ বাপি লাহিড়ির হঠাৎ মৃত্যুর খবরে তাই শিলিগুড়ির বাঘাযতীন পার্কের চৌধুরী বাড়িতেও শোকের ছায়া৷
জল্পাইগুড়িতে জন্ম৷ তবে ছোটবেলার অনেকটা সময় কেটেছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাসির বাড়িতে৷ বাপি লাহিড়ির হঠাৎ মৃত্যুর খবরে তাই শিলিগুড়ির বাঘাযতীন পার্কের চৌধুরী বাড়িতেও শোকের ছায়া৷
advertisement
2/7
উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে শেষ বার ২০১৬ সালে শিলিগুড়িতে এসেছিলেন বাপ্পি লাহিড়ি৷ তখনও বাঘাযতীন পার্কের মাসির বাড়ি থেকে ঘুরে গিয়েছিলেন কিংবদন্তি গায়ক সুরকার৷ বাঘাযতীন পার্ক সংলগ্ন এই বাড়িতেই ছোটবেলা দুই মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে বড় হয়েছেন বাপ্পি লাহিড়ি৷
উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে শেষ বার ২০১৬ সালে শিলিগুড়িতে এসেছিলেন বাপ্পি লাহিড়ি৷ তখনও বাঘাযতীন পার্কের মাসির বাড়ি থেকে ঘুরে গিয়েছিলেন কিংবদন্তি গায়ক সুরকার৷ বাঘাযতীন পার্ক সংলগ্ন এই বাড়িতেই ছোটবেলা দুই মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে বড় হয়েছেন বাপ্পি লাহিড়ি৷
advertisement
3/7
ছোটবেলার একটা বড় সময় মাসি শঙ্করী চৌধুরী আর মেসো আশুতোষ চৌধুরীর বাড়িতেই কাটিয়েছিলেন বাপ্পি লাহিড়ি৷  সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হওয়ার পরও বহুবার এসছেন এই বাড়িতে। উত্তরবঙ্গে কোনও অনুষ্ঠানে এলেই ছুটে আসতেন মাসির বাড়িতে। এই বাড়িতেই রাত কাটাতেন।
ছোটবেলার একটা বড় সময় মাসি শঙ্করী চৌধুরী আর মেসো আশুতোষ চৌধুরীর বাড়িতেই কাটিয়েছিলেন বাপ্পি লাহিড়ি৷ সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হওয়ার পরও বহুবার এসছেন এই বাড়িতে। উত্তরবঙ্গে কোনও অনুষ্ঠানে এলেই ছুটে আসতেন মাসির বাড়িতে। এই বাড়িতেই রাত কাটাতেন।
advertisement
4/7
মাসতুতো দাদাদের ছেলে, মেয়েদের বিয়ের অনুষ্ঠানেও এসেছিলেন। বাপ্পী লাহিড়ি এলেই গোটা চৌধুরী বাড়ি গমগম করত। গানের আসরও বসতো। চলত জমিয়ে আড্ডা। বাপ্পি লাহিড়ির জন্য বাঘা যতীন পার্কের বাড়িতে আলাদা ড্রয়িং রুমও রাখা ছিল৷
মাসতুতো দাদাদের ছেলে, মেয়েদের বিয়ের অনুষ্ঠানেও এসেছিলেন। বাপ্পী লাহিড়ি এলেই গোটা চৌধুরী বাড়ি গমগম করত। গানের আসরও বসতো। চলত জমিয়ে আড্ডা। বাপ্পি লাহিড়ির জন্য বাঘা যতীন পার্কের বাড়িতে আলাদা ড্রয়িং রুমও রাখা ছিল৷
advertisement
5/7
মাছের ঝোল আর ভাত ছিল প্রিয় খাবার। চিতল, কাতলা মাছ ছিল অত্যন্ত প্রিয়। আর মাসির বাড়ি এলেই মাসতুতো দাদা এবং তাঁদের পরিবার নিয়ে ছুটে যেতেন শৈল শহর দার্জিলিংয়ে। কখনও মিরিক, কখনও কার্শিয়ং অথবা কালিম্পংয়ে কয়েক দিন কাটিয়ে যেতেন বাপ্পি লাহিড়ি।
মাছের ঝোল আর ভাত ছিল প্রিয় খাবার। চিতল, কাতলা মাছ ছিল অত্যন্ত প্রিয়। আর মাসির বাড়ি এলেই মাসতুতো দাদা এবং তাঁদের পরিবার নিয়ে ছুটে যেতেন শৈল শহর দার্জিলিংয়ে। কখনও মিরিক, কখনও কার্শিয়ং অথবা কালিম্পংয়ে কয়েক দিন কাটিয়ে যেতেন বাপ্পি লাহিড়ি।
advertisement
6/7
আজ সেই চৌধুরী বাড়িতেই সকাল থেকে অতীতের অ্যালবামের ছবি আঁকড়ে স্মৃতিচারণায় পরিবারের আত্মীয়রা। ইচ্ছে ছিল মুম্বইয়ে গিয়ে দেখা করে আসবেন মাসতুতো ভাইয়ের সঙ্গে। তা আর হল না। সেই আক্ষেপ মাসতুতো দাদা ভবতোষ চৌধুরীর গলায়।
আজ সেই চৌধুরী বাড়িতেই সকাল থেকে অতীতের অ্যালবামের ছবি আঁকড়ে স্মৃতিচারণায় পরিবারের আত্মীয়রা। ইচ্ছে ছিল মুম্বইয়ে গিয়ে দেখা করে আসবেন মাসতুতো ভাইয়ের সঙ্গে। তা আর হল না। সেই আক্ষেপ মাসতুতো দাদা ভবতোষ চৌধুরীর গলায়।
advertisement
7/7
ভাইপো ময়ূখ চৌধুরী এবং ভাইপোর স্ত্রী সুপর্ণা দেবীর গলাতেও প্রিয়জনকে হারানোর বেদনার সুর। তাঁদের বিয়েতেও এসেছিলেন বাপ্পি লাহিড়ি, বলছিলেন সুপর্ণা চৌধুরী।
ভাইপো ময়ূখ চৌধুরী এবং ভাইপোর স্ত্রী সুপর্ণা দেবীর গলাতেও প্রিয়জনকে হারানোর বেদনার সুর। তাঁদের বিয়েতেও এসেছিলেন বাপ্পি লাহিড়ি, বলছিলেন সুপর্ণা চৌধুরী।
advertisement
advertisement
advertisement