TRENDING:

Raiganj Murder: ঘরে পড়ে মায়ের রক্তাক্ত দেহ, বাড়ি ফিরে দেখল ছেলে! রায়গঞ্জে গৃহবধূ খুনে পরিচিতকেই সন্দেহ

Last Updated:

শুক্রবার সকালে গয়না আনতে ব্যাঙ্কে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে বাড়িতে ফেরেন ওই গৃহবধূ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুক্তার সরকার, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরেই ভর সন্ধ্যায় বাড়ির ভিতর থেকে এক গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য৷ ইতিমধ্যেই এই ঘটনার পিছনে পরিচিত কারও হাতই দেখছে পুলিশ৷ মৃত ওই গৃহবধুর নাম সুপ্রিয়া দত্ত ( ৪১)। রায়গঞ্জ শহরের রবীন্দ্র পল্লি এলাকায় স্বামী এবং ছেলের সঙ্গে থাকতেন সুপ্রিয়াদেবী৷
ঘটনাস্থল থেকে বেরিয়ে রায়গঞ্জ স্টেশনের দিকে ছুটতে থাকে পুলিশ কুকুর৷
ঘটনাস্থল থেকে বেরিয়ে রায়গঞ্জ স্টেশনের দিকে ছুটতে থাকে পুলিশ কুকুর৷
advertisement

নিহত সুপ্রিয় দেবীর স্বামী দেবাশিস দত্ত রায়গঞ্জ জেলা পরিষদে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন৷ ছেলে স্কুলে পড়ে৷ জানা গিয়েছে, শুক্রবার সকালে গয়না আনতে ব্যাঙ্কে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে বাড়িতে ফেরেন ওই গৃহবধূ৷ ঘটনার সময় সুপ্রিয়াদেবীর স্বামী দেবাশিসবাবু অফিসে গিয়েছিলেন৷ স্কুলে ছিল ছেলে৷ ফলে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা৷

আরও পড়ুন: তিহার সংশোধনাগারই সায়গলের আগামীর ঠিকানা! ইঙ্গিত আদালতের রায়ে

advertisement

বিকেলে স্কুল থেকে ফিরে সুপ্রিয়াদেবীর ছেলেই বাড়ির ভিতরে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে৷ তার চিৎকারেই পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ৷

আরও পড়ুন: স্বামী বাইরে! রাত ১২টায় গৃহবধূর ঘরে পর-পুরুষ! ভয়াবহ কাণ্ড ঘটাল গ্রামের মানুষ!

ভরসন্ধ্যায় বাড়ির ভিতরেই গৃহবধূকে কে বা কারা এ ভাবে খুন করল, তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হত্যাকাণ্ডের সঙ্গে পরিচিত কেউ জড়িত৷ তদন্তে পুলিশ কুকুরও নিয়ে আসা হয়৷ ওই বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে ছুটতে থাকে কুকুরটি৷ ফলে তদন্তকারীদের অনুমান, ওই পথেই সম্ভবত আততায়ী পালিয়েছে৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা৷ তবে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে যে গৃহবধূকে খুন করা হয়নি, সে বিষয়ে একরকম নিশ্চিত তদন্তকারীরা৷ ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে চিহ্নিতও করা গিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

ঘটনাস্থলে গিয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি লিয়ং তামাং বলেন, 'প্রাথমিক ভাবে মনে হচ্ছে পরিচিত কেউই খুনের সঙ্গে যুক্ত৷ তদন্ত চলছে৷ এখনই এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়৷'

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Raiganj Murder: ঘরে পড়ে মায়ের রক্তাক্ত দেহ, বাড়ি ফিরে দেখল ছেলে! রায়গঞ্জে গৃহবধূ খুনে পরিচিতকেই সন্দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল