খড়িবাড়ির ভাল্লুকগাড়ার ৩২৭ নং জাতীয় সড়কের ধারে রয়েছে বেসরকারি এটিএম। ভোররাত ২টোর পর এটিএমে ঢুকে লোহার রড দিয়ে ভেঙে টাকা লুঠের চেষ্টা করেন একদল দুষ্কৃতী। তবে কিছু করে ওঠার আগেই স্থানীয়দের সহায়তায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই পালিয়ে যান তাঁরা। পরে দুষ্কৃতীদের ধরতে পিছু নেন উর্দিধারীরা।
আরও পড়ুনঃ বর্ষার বৃষ্টিতে প্রাণ পেয়েছে জমি! ‘সোনালি ফসল’ ফলানোয় ব্যস্ত দাসপুরের কৃষকরা
advertisement
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় ৪ জন দুষ্কৃতীর দল ছিল। ঘটনাস্থলে সিআই নকশালবাড়ি, খড়িবাড়ি থানার ওসি ও পুলিশ আধিকারিকরা আসেন। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশ। বিহারের দুষ্কৃতী দল এই ঘটনায় রয়েছে বলে মত তাঁদের। ঘটনাস্থলের ৪-৫ কিমির মধ্যে রয়েছে বাংলা-বিহার সীমান্ত।
কিছুদিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ার তিন মাইল এলাকায় এটিএম ভেঙে লুঠের চেষ্টা করেছিল একদল দুষ্কৃতী। সেবার তাঁদের পরিকল্পনা ভেস্তে দিয়েছিলেন ওই এলাকার দায়িত্বে থাকা নাইট গার্ড। এবার খড়িবাড়িতেও পুলিশ এসে যাওয়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায়।