TRENDING:

সেলফির যুগে হারিয়ে যাচ্ছে ম্যালের ফোটোগ্রাফাররা

Last Updated:

মনখারাপ ভিকি ছেত্রীদের। পাহাড়ে এখন উপচে পড়ছে পর্যটকরা। কিন্তু স্মার্ট ফোন ক্যামেরার মেগাপিক্সেলে মজে পাহাড়ের পর্যটকরা। আর ভিকি ছেত্রীদের মতো ফোটোগ্রাফারদের ডাক আসছে কম। সেলফির দাপটে দিনদিন বিপন্ন হচ্ছে পেশা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দার্জিলিং: মনখারাপ ভিকি ছেত্রীদের। পাহাড়ে এখন উপচে পড়ছে পর্যটকরা। কিন্তু স্মার্ট ফোন ক্যামেরার মেগাপিক্সেলে মজে পাহাড়ের পর্যটকরা। আর ভিকি ছেত্রীদের মতো ফোটোগ্রাফারদের ডাক আসছে কম। সেলফির দাপটে দিনদিন বিপন্ন হচ্ছে পেশা।
advertisement

দার্জিলিঙের চৌরাস্তায় ঘোড়ার পিঠে চড়ে কিংবা কুয়াশায় মোড়া বাতাসিয়া লুপে, একসময় দাম্পত্য বা বন্ধুত্ব ক্যামেরাবন্দি করতে ফোটোগ্রাফারদের নাওয়া খাওয়া ভুলতে হত। ভিকি ছেত্রীদের দাবি, ২০ থেকে ২৫ জন ফোটোগ্রাফার চৌরাস্তা দাপিয়ে বেড়াত। আর এখন? আয় কমায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে সাকুল্যে ৬-৭ জনে। ইনস্যান্ট ফোটোর প্রলোভনেও আর ভুলছেন না কেউ। 

advertisement

আরও পড়ুন: Video: দার্জিলিঙে পর্যটক উপচে পড়লেও, সেলফির দাপটে মুখ শুকনো ফোটোগ্রাফারদের

স্মার্ট ফোনের সেলফির সঙ্গে টক্কর দিতে এখন দার্জিলিংঙের ফোটোগ্রাফারদের প্রধান ভরসা ট্র্যাডিশনাল পোশাকে ছবি তোলার অফার। পাহাড়বাসীর সাবেকি পোশাক পড়ে পর্যটকেরা এই ফোটোগ্রাফারদের দিয়ে ছবি তোলান। বদলে আসে বড়জোর ৮০ টাকা। তাতেই টেনেটুনে চলছে সংসার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রযুক্তির এই বাড়বাড়ন্তকে এখন অভিশাপ মনে হচ্ছে ভিকি-দের।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সেলফির যুগে হারিয়ে যাচ্ছে ম্যালের ফোটোগ্রাফাররা