অভিযোগ, বেশ কয়েক বছর আগে খতিয়ানভুক্ত জমি থেকে ৬ ফুট রাস্তা ছাড়া হয়েছিল যাতায়াতের জন্য। শর্ত ছিল অপর প্রান্তের জমির মালিকও ৬ ফুট রাস্তা ছেড়ে দেবেন। কার্যত তা না হওয়ায় এবার ৬ ফুটের রাস্তা ঘেঁষে নির্মাণ শুরু করেছেন উত্তম গুপ্তা নামে এক ব্যক্তি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা থানায় বহুবার অভিযোগ জানিয়েছেন। এদিন নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। যার জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন : সুন্দরবন বলছে ‘আমিও বাড়ছি’! একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ
স্থানীয়দের অভিযোগ, এর আগে রাস্তা ছোট থাকায় দমকলের গাড়ি যেতে পারেনি। এখন যেভাবে নির্মাণ কাজ হচ্ছে তাতে রাস্তা আরও সংকীর্ণ হয়ে যাবে। এই রাস্তা সংকীর্ণ হলে চটহাট গ্রামীন পাঠাগারে যাওয়ার রাস্তাও কার্যত বন্ধ হয়ে যাবে। অন্যদিকে অভিযুক্ত জমির মালিক উত্তম কুমার গুপ্তা অভিযোগ অস্বীকার করে জানান, তার কেনা জমি থেকে ৬ ফুট রাস্তা তিনি ছেড়েছেন সাধারণ মানুষের সুবিধার জন্য। শর্ত ছিল অপর প্রান্তের জমির মালিকও ৬ ফুট রাস্তা ছাড়বেন। কিন্তু সেই শর্ত তিনি রাখেননি।
আরও পড়ুন : ভিক্টোরিয়া পদ্ম থেকে বিরল লিলি! জলজ উদ্ভিদের অনন্য ভাণ্ডার এখন হাওড়ায়
তাই ৬ ফুট রাস্তা ঘেষেই নির্মাণ কাজ তিনি করছেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে কাজ বন্ধ করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জানান, অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে গ্রামবাসী ও দখলদারদের সঙ্গে আলোচনা করা হবে। বিডিও নিজেও বিষয়টি জানেন।