সূত্রের খবর, ভাইরাল জ্বরে আক্রান্ত ভানুকুমারী -২ গ্রাম পঞ্চায়েতের নাগারখানার বাসিন্দা অসুরউদ্দিন মিঞাকে তাঁর পরিবারের সদস্যরা বুধবার বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকের নির্দেশমতো বৃহস্পতিবার সকালে কর্তব্যরত নার্স তাঁকে ইনজেকশন দিতে যান। তখন হঠাৎই হাত থেকে স্যালাইনের নল খুলে ছুটে পালিয়ে যান ওই ব্যক্তি। তাঁর সঙ্গে ছিলেন মা। ছেলে পালিয়ে যাচ্ছে দেখে তিনি চিৎকার চেঁচামেচি করে তাকে আটকাতে বলেন। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের কোনও কর্মী অসুরউদ্দিন মিঞাকে আটকানোর চেষ্টা করেননি।
advertisement
আরও পড়ুন: কমলাকান্তের হাতের জাদুতে হৃদয় উথাল পাথাল করছে এসরাজ! ঘোড়ার লেজের চুল ছাড়াও আর কী কী থাকে জানেন?
এদিকে রোগী নিখোঁজ হওয়ার বিষয়ে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। বৃহস্পতিবার সারাদিন অনুসন্ধান চালিয়েও ওই রোগীর খোঁজ পাওয়া যায়নি। শেষে রাতে স্বাস্থ্যকেন্দ্রের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকার চেঁচামেচিতে দফায় দফায় উত্তেজনরা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ।