হাসপাতালের তরফে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর ছেলের। জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়িতেই ছিলেন হীরকজ্যোতি। বাবার সঙ্গেই বসেছিলেন হীরক। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: স্টেশন থেকে খাবার কিনে খান? বড় সিদ্ধান্ত রেলের! যা জানা জরুরি
advertisement
আরও পড়ুন: ‘এগুলো কী?’ ‘আমি তো জানি না!’ জ্যোতিপ্রিয়র এক উত্তরেই হয়ে যায় বড় সিদ্ধান্ত!
তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। এমন অঘটন ঘটতে পারে, বিশ্বাসই হচ্ছে না অধিকারী পরিবারের। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপসকুমার দাস বলেন, “কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিজেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।” এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শোকবার্তা।