TRENDING:

পঞ্চায়েত ভোট নিয়ে উত্তপ্ত রায়গঞ্জ, বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন দুষ্কৃতিদের

Last Updated:

পঞ্চায়েত ভোট নিয়ে উত্তপ্ত রায়গঞ্জ, বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন দুষ্কৃতিদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের প্রার্থীর বিজেপি প্রার্থীর বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকার সাঁওতালপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুটি দমকলের ইঞ্জিন। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement

রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকার সাঁওতালপাড়ার বাসিন্দা বীরেন সোরেন পঞ্চায়েতে বিজেপি প্রার্থী ৷ এদিন তাঁর বাড়িতে সকাল দশটার নাগাদ আচমকাই আগুন দেখতে পান এলাকার মানুষ। আগুন দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মীদের যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রনে আসে। পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

advertisement

স্থানীয় বিজেপি কর্মী রাজাদেব বর্মন অবশ্য জানিয়েছেন, কিভাবে এই আগুন লেগেছে তা জানি না। কিন্তু এই কাজ বিরোধী ছাড়া আর কেউ করবে না বলে দাবি করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পঞ্চায়েত ভোট নিয়ে উত্তপ্ত রায়গঞ্জ, বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন দুষ্কৃতিদের