এদিন তিনি বলেন সাগরদিঘিতে যেটা হয়েছে দিনহাটাতেও সেটা করার চেষ্টা হচ্ছে। গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন উদয়ন গুহ। এরপর শনিবার রাতে দিনহাটার নয়ারহাটে নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।
advertisement
এরপর রবিবার রাতে দিনহাটার পাঁচ মাথার মোড়ে সভা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, বিজেপি শূন্য ছিল। আগামী পঞ্চায়েত নির্বাচনেও যাতে বিরোধীরা শূন্য থাকে তার ব্যবস্থা করতে হবে পঞ্চায়েত ভোট ঘোষণা হলেই শহরের কর্মীরাও গ্রামে গিয়ে গ্রামের কর্মীদের সহযোগিতা করবে। দিনহাটার বুড়িরহাটের ঘটনায় সি বি আই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে উদয়ন গুহ বলেন, নিরপেক্ষ তদন্ত হলে ওই মন্ত্রীরও প্যান্ট খুলবে। এরপর এদিনের সভা থেকে যে সমস্ত বাম নেতাদের পরিবারের সদস্যরা চাকরি পেয়েছেন তারও উল্লেখ করেন তিনি তাঁর ভাষণে।
প্রতিবেদন : শুভঙ্কর সাহা