Dev || Hiran Chatterjee: '৫ কোটি টাকা নিয়েছেন দেব...' হিরণের দাবির উত্তরে মুখ খুললেন TMC সাংসদ! ছুড়লেন পালটা চ্যালেঞ্জ

Last Updated:

Dev || Hiran Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে আবার জুড়েছে গরু এবং কয়লা পাচার মামলা। দুর্নীতি প্রসঙ্গে অভিযোগ, পাল্টা অভিযোগে সরব হয়ে নজর কাড়লেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

হিরণকে জবাব দিলেন দেব৷
হিরণকে জবাব দিলেন দেব৷
কলকাতা: দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্যে। নেতা থেকে মন্ত্রী, অভিনেতা থেকে তারকা বহু নাম একের পর এক উঠে আসছে এই এক ইস্যুতে। ইতিমধ্যেই দুর্নীতি প্রসঙ্গে নাম উঠে এসেছে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদেরও। সেই তালিকায় সুপারস্টার দেবের নামও জুড়ে দিয়েছেন একসময়কার সতীর্থ বর্তমানে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়
এবার দুর্নীতি প্রসঙ্গে অভিযোগ, পাল্টা অভিযোগে সরব হয়ে নজর কাড়লেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে আবার জুড়েছে গরু এবং কয়লা পাচার মামলা। গ্রেফতার হয়েছেন একাধিক নেতা মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী। সমালোচনার মুখে কার্যত কোণঠাসা শাসকদল তৃণমূল। এরইমধ্যে সাংসদ দেবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবার তাঁকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ঘাটালের তারকা সাংসদ দেব।
advertisement
advertisement
ইতিপূর্বে ঘাটালের সাংসদের বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ এনেছিলেন হিরণ। শুধু তাই নয়, ব্যক্তিগত আক্রমণও শানিয়েছিলেন তিনি দেবকে। পালটা মুখ খুলে হিরণকে সহকর্মী বলে দাবি করে নরমে গরমে সাবধান করেছিলেন অভিনেতা সাংসদ, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করতে।
advertisement
এরইমধ্যে এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন হিরণ। তিনি বলেন, টলিউডের অনেকেই দুর্নীতিতে জড়িয়েছেন। রীতিমতো নাম করে সাংবাদিক বৈঠকে দেব, সায়নী, বনিদের বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দীপক অধিকারী ওরফে দেব দুর্নীতির সঙ্গে যুক্ত। একথা তিনি আগেও বলেছেন। এনামুল হকের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন দেব। এছাড়াও টলিউডের আরও অনেকে জড়িত রয়েছেন। বনি সেনগুপ্তর মতো বাচ্চা ছেলেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আর সায়নী ঘোষের নাম তো বিচারপতি নিজেই বলেছেন।
advertisement
অবশেষে অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন দেব। সম্প্রতি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সরাসরি হিরণের নাম নিয়ে তিনি বলেন, কে কী বলছে তাতে তাঁর সত্যিই কিছু যায় আসে না। আর তিনি এক কথা দশবার করে বলাও পছন্দ করেন না। দেবের কথায়, ‘আমি কোনোদিন অন্যকে ছোট করে নিজেকে বড় করায় বিশ্বাস করি না। আমার মতে, হিরণ ভাল ছেলে। আমা্র মনে হয়, বাক স্বাধীনতা আছে, এই দেশে এই রাজ্যে যে যা খুশি বলতে পারে। আর আমাকে নিয়ে বললেও আমার কিছু যায় আসে না।’দেব স্পষ্ট বলেন, হিরণের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তিনি ইডি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতেই পারেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev || Hiran Chatterjee: '৫ কোটি টাকা নিয়েছেন দেব...' হিরণের দাবির উত্তরে মুখ খুললেন TMC সাংসদ! ছুড়লেন পালটা চ্যালেঞ্জ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement