Scam: টাকা না দেওয়ায় ‌যোগ্য প্রার্থীর নাম বাদ লিস্ট থেকে, অয়নের 'কীর্তি'তে তোলপাড়!

Bangla Digital Desk | News18 Bangla | 09:01:07 PM IST Mar 31, 2023

কলকাতা: চাকরির প্যানেলে নাম থাকার সত্ত্বেও অয়ন শীলকে ৫ লাখ টাকা না দেওয়ার কারণে প্রাপ্য চাকরি খুইয়েছেন, এমনটাই অভিযোগ চুঁচুড়ার চয়নিকা আঢ্যর। নিয়োগ দুর্নীতি মামলায় অয়নের বিপুল সম্পত্তির হদিশ পেল ED, টাকার অঙ্ক চমকে দেওয়ার মতো। সূত্রের খবর, অয়ন শীলের ১০০ কোটির সম্পত্তি!

লেটেস্ট ভিডিও