TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবেন? নামের তালিকা তৈরির বৈঠকে তুলকালাম! হাতাহাতি, তুমুল বিতণ্ডা

Last Updated:

Panchayat Election 2023: মালদহের হরিশ্চন্দ্রপুরে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, নেতাদের দিকে তেড়ে গেলেন কর্মীরা, অস্বস্তিতে শাসকদল, কটাক্ষ বিজেপির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবেন? সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করতে ডাকা হয়েছিল বৈঠক। তৃণমূলের বুথ কমিটির সেই বৈঠকেই প্রার্থী বাছাইকে কেন্দ্র করে উত্তেজনা। নিজেদের মধ্যেই বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। তেড়ে গেলেন নেতৃত্বের দিকেও। মালদহে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েত ভোটের আগে এমন সংঘাতে অস্বস্তিতে তৃণমূল। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবেন?
পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবেন?
advertisement

বুধবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর- ১ ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিবমন্দির বুথে তৃণমূলের বৈঠক ছিল। উপস্থিত ছিলেন, তৃণমূল হরিশ্চন্দ্রপুর- ১ ব্লক সভাপতি মোশারফ হোসেন, ব্লক সহ- সভাপতি, হরিশ্চন্দ্রপুর অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রত্যেকটি বুথেই বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের নাম নিচ্ছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: 'এক ডাকে অভিষেক' Helpline-এ ফোন... হাজার হাজার মানুষের জীবনে আলো ফেরাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ

advertisement

হরিশ্চন্দ্রপুরের এই বুথে প্রার্থী হিসেবে উঠে আসে স্থানীয় তৃণমূল কর্মী নন্দ রজক, উত্তম ভাস্কর এবং নব মণ্ডলের নাম। এই তিনজনের মধ্যে নন্দ রজক এবং উত্তম ভাস্করকে প্রার্থী করার জন্য জোড়ালো দাবি জানাতে থাকে দুই পক্ষ। একসময় প্রকাশ্যে দুই নেতার অনুগামীদের মধ্যে শুরু হয় বচসা। বচসা থেকে হাতাহাতি। উত্তেজিত তৃণমূল কর্মীরা তেড়ে যায় উপস্থিত নেতৃত্বের দিকে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

advertisement

নন্দ রজকের অনুগামী মিলন কর্মকার বলেন, আমরা বিক্ষোভ করেছি। কারণ আমাদের দাবি ছিল নন্দ রজককে প্রার্থী দিতে হবে। এরআগে উনি সভাপতি থাকার সময় এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে।  অন্যদিকে, উত্তম ভাস্করের অনুগামীরা পাল্টা বলেন, আমরা বিক্ষোভ করেছি। প্রার্থী হিসেবে উত্তম ভাস্করকে দেখতে চাই। গ্রামের ছেলেকেই আমরা ভোট দেব। অন্য কাউকে নয়। কারণ, এতদিন এলাকায় কোনও উন্নয়ন হয়নি। উত্তম ভাস্কর হলে অনেক উন্নয়ন করবে।

advertisement

আরও পড়ুন: ভবঘুরেদের চুল পড়ে না কেন...? তেলও লাগায় না, শ্যাম্পুও করে না! তবু মাথাভর্তি চুল কী করে! বিরাট রহস্য ফাঁস...

হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব গুপ্তা বলেন, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ব্যাপার নেই। এটা বিজেপির বুথ। কিন্তু এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবার তৃণমূলকে জেতাবে। অনেকেই প্রার্থীর দাবিদার। এতেই বোঝা যাচ্ছে তৃণমূলকে নিয়ে উৎসাহ রয়েছে। নেতৃত্ব একজনকে ঠিক করবে।

advertisement

উত্তর মালদহ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূলের প্রত্যেকটি পঞ্চায়েতে আলাদা আলাদা গোষ্ঠী। প্রত্যেকটি বুথে প্রার্থী হওয়ার জন্য একাধিক গোষ্ঠী। এই দলে কোনও নিয়ম বা অনুশাসন নেই। এঁরা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেবক দেবশর্মা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবেন? নামের তালিকা তৈরির বৈঠকে তুলকালাম! হাতাহাতি, তুমুল বিতণ্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল