TRENDING:

Pakistani detained near Siliguri: নেপাল হয়ে ভারতে ঢুকছিল গাড়ি, ভিতরে পাকিস্তানি যুবক! শিলিগুড়ির কাছেই গ্রেফতার, ধৃত আরও ২

Last Updated:

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় খড়িবাড়ি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, পানিট্যাঙ্কি: শিলিগুড়ির কাছে পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত থেকে ধরা পড়লেন এক পাকিস্তানি নাগরিক৷ বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার সময় সইফউল্লা নামে ওই পাকিস্তানি যুবককে গ্রেফতার করে এসএসবি৷ ওই পাকিস্তানি নাগরিকের সঙ্গে দুই নেপালের নাগরিককেও গ্রেফতার করা হয়েছে৷
ধৃত পাকিস্তানি নাগরিক৷
ধৃত পাকিস্তানি নাগরিক৷
advertisement

ধৃত তিন জনকেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পাকিস্তানের মরদানের বাসিন্দা সইফউল্লার কাছে ভারতের কোনও ভিসা ছিল না বলে সূত্রের খবর৷ ধৃত নেপালের দুই বাসিন্দার নাম মন বাহাদুর থাপা এবং মেঘা বাহাদুর থাপা৷

আরও পড়ুন: ‘বিজেপিতে নতুন, মাটির সঙ্গে যোগাযোগ নেই!’ শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান

advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন নেপালের দিক থেকে পানিট্যাঙ্কি হয়ে ভারতে প্রবেশের সময় একটি চারচাকা গাড়িকে আটক করেন টহলদারির দায়িত্বে থাকা এসএসবি-র জওয়ানরা৷ তখনই জিজ্ঞাসাবাদের সময় দেখা যায়, পাকিস্তানের ওই বাসিন্দার কাছে ভারতে প্রবেশের জন্য ভিসাই নেই৷

পুলিশ সূত্রে খবর, ধৃত পাকিস্তানি যুবকের দুবাইয়ে একটি নিরাপত্তা সংস্থা রয়েছে৷ নেপালের ওই দুই বাসিন্দা তাঁর পূর্ব পরিচিত৷ নিরাপত্তারক্ষী নিয়োগ করতেই তিনি নেপালে এসেছিলেন বলে দাবি করেছে ধৃত পাকিস্তানি যুবক৷ নেপালে আসার পর গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার কারণেই তাঁরা গাড়ি মেরামতি করতে ভারতে প্রবেশ করছিলেন বলে দাবি করেছেন ওই তিন জন ধৃত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় খড়িবাড়ি থানার পুলিশ। গত ৮ মাস আগে ইন্দো নেপাল সীমান্তে গ্রেফতার হন এক পাকিস্তানি মহিলা ও তাঁর ছেলে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Pakistani detained near Siliguri: নেপাল হয়ে ভারতে ঢুকছিল গাড়ি, ভিতরে পাকিস্তানি যুবক! শিলিগুড়ির কাছেই গ্রেফতার, ধৃত আরও ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল