ঘটনার খবর চাউর হয় জেলা পরিষদ দফতরে মুহূর্তের মধ্যে। ততক্ষনে তারা বুঝে যান হ্যাক হয়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট। ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা এবং ভারত বিরোধী নানান কথা লেখা।
advertisement
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেল পা! ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও ভাইরাল…দেখলে শিউরে উঠবেন!
আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটের টেন্ডার পেজ খুললেই দেখা যাচ্ছে এই ছবি। খবর পাঠানো হয় জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবকে। তিনি এসে এই ছবি দেখে ঘাবড়ে যান।এরপর নিজেকে সামলে তিনি ছোটেন আলিপুরদুয়ার পুলিশের সাইবার সেলে। সেখানে অভিযোগ জানিয়েছেন তিনি।এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, “শুক্রবার বিকেলে বিষয়টি জানতে পারি। এরপরই এ নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি।
এই পরিস্থিতি থেকে আমরা বের হতে পারব আশা রাখছি।” তবে এ ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলে দাবি সভাধিপতির।তিনি জানান, “অনেক দিন ধরেই ওয়েবসাইটটি অচল হয়েছিল, সম্প্রতি তা সচল করার পরিকল্পনা করেছিলাম।এরমাঝেই এমন ঘটনা ঘটল। “অপরদিকে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনা নতুন নয়, এর আগেও আলিপুরদুয়ার বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল পাকিস্তান। সেই সময়েও জেলা পুলিশের সাইবার সেল বিষয়টি দেখেছিল। দ্বিতীয়বার আলিপুরদুয়ারে আবারও এই ঘটনা ঘটায় উদ্বিগ্ন পুলিশ মহল।আলিপুরদুয়ারের গুরুত্ব ভারতবর্ষে অপরিসীম। প্রতিবেশী দেশ ভুটান এই জেলার পাশে রয়েছে। এই জেলায় রয়েছে হাসিমারা বায়ু সেনার বেস, আর্মি ক্যাম্প।আলিপুরদুয়ার জেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, বারবার এই ঘটনা ঘটায়।