TRENDING:

Mango Exhibition: বিলুপ্তির পথে মালদহের বেশ কিছু আম! বাঁচাতে বিশেষ প্রদর্শনী

Last Updated:

Mango Exhibition: একাধিক গুটি প্রজাতির আম ও অনান্য প্রজাতির আমের চাষ কমে আসছে মালদহে। বাজারে চাহিদা না থাকায় এই সকল আম চাষে অনিহা আছে কৃষকদেরও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: জেলায় প্রায় ২৫০ প্রজাতির আম রয়েছে। তার মধ্যে বেশ কিছু প্রজাতির আমের চাহিদা ব্যাপক। সেগুলি বাজারে এক নামেই বিক্রি হয়। কিন্তু মালদহে আরও প্রচুর প্রজাতির আম রয়েছে যেগুলো সাধারণ মানুষ চেনেই না। ফলে সেই সমস্ত আমগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
advertisement

একাধিক গুটি প্রজাতির আম ও অনান্য প্রজাতির আমের চাষ কমে আসছে মালদহে। বাজারে চাহিদা না থাকায় এই সকল আম চাষে অনিহা আছে কৃষকদেরও। এই অবস্থায় বিলুপ্ত হতে বসা আমগুলিকে বাঁচাতে জেলার বিলুপ্তপ্রায় আম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করল আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবটপিক্যাল হর্টিকালচার রিজিওনাল রিসার্চ স্টেশনের মালদহ শাখা।

আর‌ও পড়ুন: জামাইষষ্ঠী এলেই আশায় বুক বাঁধেন ওঁরা

advertisement

সংস্থাটি বিভিন্নভাবে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। মালদহ শহরের মাধবনগ এলাকায় অফিস চত্বরে এই প্রদর্শনী ও সচেতনতা শিবিরে আয়োজন করা হয়। দফতরের আধিকারিক দীপক নায়েক বলেন, জেলার অধিকাংশ প্রজাতির আম বিলুপ্তির পথে। এই সমস্ত আমগুলি সংরক্ষণের উদ্দেশ্য আমাদের। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, পাশাপাশি আমের প্রদর্শনী করা হয়েছে। ২৫০ প্রজাতির আম প্রদর্শনীতে রয়েছে।

advertisement

View More

অনুষ্ঠানের সূচনা করেন প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিজ অ্যান্ড ফার্মার্স রাইট অথরিটির চেয়ারপার্সন ডঃ ত্রিলোচন মহাপাত্র। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের কর্তা আধিকারিকেরা। মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা নানান প্রজাতির আম নিয়ে আসেন প্রদর্শনীতে। আড়াইশো প্রজাতির আমের প্রদর্শনী হয় এদিন। পাশাপাশি এদিনের এই প্রদর্শনী ও সচেতনতা শিবিরে জেলার বিভিন্ন লুপ্তপ্রায় আমগুলির সংরক্ষণের বিষয়ে নানান আলোচনা হয়।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mango Exhibition: বিলুপ্তির পথে মালদহের বেশ কিছু আম! বাঁচাতে বিশেষ প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল