TRENDING:

জেলার বাইরে এই প্রথম! উৎসব শুধুই কমলালেবুর! ২ দিনের সফরে কোথায় দেখতে পাবেন?

Last Updated:

Orange Festival: দার্জিলিং পাহাড়ে জন্মানো কমলা আকারে ছোট হলেও নাগপুরে চাষ করা কমলা থেকে গুণগত মানের দিক থেকে উন্নত বলে বিবেচিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পং: রাজ্য উদ্যানপালন বিভাগ দ্বারা আয়োজিত দুই দিনের কমলা উৎসব এবার হবে কালিম্পং জেলায়। প্রথমবারের মতো দার্জিলিং জেলার বাইরে উৎসব এই উৎসব অনুষ্ঠিত হবে। অরেঞ্জ ফেস্টিভ্যালের এবার তৃতীয় সংস্করণ। আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। কমলা চাষের সাথে সংশ্লিষ্টরা জানান, দার্জিলিং পাহাড়ে জন্মানো কমলা আকারে ছোট হলেও নাগপুরে চাষ করা কমলা থেকে গুণগত মানের দিক থেকে উন্নত বলে বিবেচিত হয়।
কমলা উৎসব
কমলা উৎসব
advertisement

পাহাড়ের এক চাষী উগেন গুরুং বলেন, “দার্জিলিংয়ের পাহাড়ি কমলা জাত অত্যন্ত মিষ্টি এবং রসালো। শীতকালে এর দারুন চাহিদা থাকে। বছরের পর বছর ধরে, কীটপতঙ্গের আক্রমণ এবং অন্যান্য রোগের কারণে এর উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে।’ এখনও পর্যন্ত, পাহাড় জুড়ে প্রায় ১২০০ একর জমিতে কমলার চাষ হয়। কমলার উৎপাদন বাড়াতে উদ্যানপালন বিভাগ কিছু উদ্যোগ নিয়েছে। যাতে ফলন নষ্ট না হয়।

advertisement

আরও পড়ুন- এয়ারপোর্টে খুলে নেওয়া হল অন্তর্বাসও! ভিতরে এ কী…? যা দেখা গেল, তাতে ঘাম ছুটে গেল অফিসারদের! 

আরও পড়ুন- কালো চা নাকি কালো কফি? সকালে ঘুম থেকে উঠে ‘ভুল’ চুমুক দিচ্ছেন না তো? জেনে নিন চিকিৎসকের পরামর্শ

উদ্যোক্তারা বলেন, দুই দিনের উৎসবের মূল লক্ষ্য হল চাষীদের উৎসাহিত করা এবং নতুন চাষের কৌশল সম্পর্কে তাদের অবহিত করা যাতে তারা আরও বেশি পরিমাণে এবং কম সময়ে একটি ভাল মানের ফল চাষ করতে পারে। এই উৎসবের মাধ্যমে আমাদের তাদের সমস্যা বুঝতে সাহায্য হবে। উৎসব চলাকালীন, পাহাড়ে জন্মানো কমলা এবং স্থানীয়ভাবে তৈরি কিছু খাদ্য পণ্য দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হবে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গার লোকেরা কমলা বাগানে ঘুরে দেখতেও পারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জেলার বাইরে এই প্রথম! উৎসব শুধুই কমলালেবুর! ২ দিনের সফরে কোথায় দেখতে পাবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল