সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার ডেলিভারি বয় অমল সরকার। ধৃত নকশালবাড়ির পূর্ব বাবুপাড়ার বাসিন্দা! পুলিশ সূত্রে খবর, গ্ৰাহকদের অর্ডারের ২টি দামি মোবাইল ফোন সংস্থাকে না জানিয়ে হাতিয়ে নেয় অভিযুক্ত অনলাইন ডেলিভারি বয়।
আরও পড়ুন: সোদপুর স্টেশনে উল্টে গেল এক্সপ্রেস ট্রেন! কীভাবে? আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, দেখুন
খোঁজাখুঁজি করে মোবাইল না পেয়ে গত ২৫ অগাস্ট নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ করে অনলাইন সংস্থা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদলতে তুলে রিমান্ডে নিয়ে চুরির মোবাইল ফোন উদ্ধারে নামবে পুলিশ।
advertisement
আরও পড়ুন: এ কী দৃশ্য! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা, দেখুন ভাইরাল ভিডিও
চুরির ২টি মোবাইল ফোনের বাজার মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। এর আগে গ্রাহকের অর্ডার সামগ্রী নিজেই পরিবর্তন করে খারাপ সামগ্রী দিয়ে পার্সেল রিটার্ন করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিল এক ডেলিভারি বয়।
বিশ্বজিৎ মিশ্র