সাতসকালে অনেকেই তাদের ফসল বিক্রি করতে আসেন ধূপগুড়ি সুপার মার্কেটে। সে রকমই সুপার মার্কেটে আসছিলেন মাগুরমারি এলাকার বাসিন্দা তাজিমুল হক। রাস্তা পারাপারের সময় গয়েরকাটা থেকে ধূপগুড়িগামী একটি বাদাম বোঝাই লরি তাকে রীতিমতো পিষে দিয়ে পালিয়ে যায়। লরিটি এতটাই গতিবেগে ছিল যে, বাইক-সহ তাঁকে প্রায় ১০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। পাশে থাকা দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষন গাড়ির নীচে আটকে থাকে বাইক-সহ তার দেহ। দীর্ঘ প্রচেষ্টায় গাড়ির নীচে থেকে তার দেহ বের করে আনে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: পুরভোটের দিন ফের ঝেঁপে বৃষ্টি! কোন কোন জেলা ভাসবে প্রবল বর্ষণে? রইল Latest Updates...
এ দিকে, একের পর এক দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী। শহরবাসী ক্ষোভ প্রকাশ করেছে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অথচ প্রচুর পরিমাণে সাধারণ মানুষ যখন ব্যস্ততম সুপার মার্কেটে যায়। তখন সেই সুপারমার্কেট মোড়ে পুলিশের গাড়ি দেখা যায় না । ট্রাফিক পুলিশকে যখন হেলমেট না পরা নিয়ে ফাইন করেন, তখন কেন দ্রুতগতির এবং ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না!
রকি চৌধুরি