কিন্তু কেন গ্রেফতার করা হল ওই চিনা নাগরিককে? এসএসবি সূত্রে খবর, অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের চেষ্টা করছিল সে। সেই কারণেই তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অবশ্য শনিবার সন্ধ্যেতেই ওই চিনা নাগরিককে পানিট্যাঙ্কি ইমিগ্রেশন চেকপোস্টের হাতে তুলে দিয়েছে এসএসবি।
সেখান থেকে অবশ্য শনিবার রাতে লবসাং নিমাকে খড়িবাড়ি থানার পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ইমিগ্রেশন চেক পোস্ট কর্তৃপক্ষের তরফে। খড়িবাড়ি থানার পুলিশ ওই চিনা নাগরিককে গ্রেফতার করেছে। কিন্তু পুলিশের অভিযোগ আরও ভয়ঙ্কর। পুলিশ সূত্রে খবর, ওই তিনা নাগরিকের কাছ থেকে চিনের আইডেন্টিটি কার্ডের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যানকার্ড, দুটি মোবাইল ফোন, একটি ট্যাব সহ বেশকিছু সামগ্রী উদ্ধার হয়েছে। খড়িবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার লবসাং নিমাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বরও অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের অভিযোগ উঠেছিল আরও এক চিনা নাগরিকের বিরুদ্ধে। সেই কারণে তাঁকে ও তার সঙ্গে থাকা শিলিগুড়ির বাসিন্দা পেম্পা ভুটিয়াকে আটক করেছিল এসএসবি। তাদেরও পুলিশের হাতে তুলে দেওয়া হলে আদালতের তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: অবিশ্বাস্য! ATM থেকে এ কী বেরোল! তাহলে কি আরও...দুশ্চিন্তার মেঘ মাথাভাঙ্গায়
এর আগে মালদহে চিনা নাগরিক গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েছিল এসটিএফ। মালদহ জেলা পুলিশ থেকে সেই মামলার তদন্তভার নেয় এসটিএফ। তদন্তে উঠে আসে ওই চিনা নাগরিকের মালদহে অনুপ্রবেশ রীতিমতো পরিকল্পনামাফিক ছিল। পিপলস লিবারেশন আর্মির সঙ্গে তাঁর যোগসাজশের সম্ভাবনাও প্রবলভাবে উঠে আসে। হান জুনওয়ে নামে ওই ব্যক্তিকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এপারে আনার পেছনে সীমান্তের দুপারে এজেন্ট দের সক্রিয় থাকার সম্ভাবনাও উঠে এসেছিল।