Fake Note: অবিশ্বাস্য! ATM থেকে এ কী বেরোল! তাহলে কি আরও...দুশ্চিন্তার মেঘ মাথাভাঙ্গায়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Fake Note: ২০০ টাকার জাল নোট ঘিরে দুশ্চিন্তার পারদ চড়ছে গোটা মাথাভাঙ্গা এলাকায়।
advertisement
advertisement
advertisement
মাথাভাঙ্গায় যে ব্যক্তি এটিএম থেকে ওই জাল নোট পেয়েছেন, সেই সফিকুল হুসেইন বলেন, ‘আমি ATM গিয়ে মোট ৫ হাজার টাকা তুলেছিলাম। তার মধ্যে ৫০০ টাকার ৯টি নোট পেয়েছি, দুটি ২০০ টাকার নোট ছিল আর ১টি ১০০ টাকার নোট বেরিয়েছিল। কিন্তু হাতে টাকা নিয়ে ২০০ টাকার দুটি নোটের মধ্যে একটি আমার অন্যরকম দেখতে লেগেছিল। সেই নোটটি ছিল তুলনামূলক অনেকটাই পাতলা এবং রংও ছিল হালকা। এমনকী নোটটিতে মহাত্মা গান্ধীর ছবি বা RBI লেখাও ছিল না।'
advertisement